বৈভব সূর্যবংশী। এই নামের অর্থ নাকি খুবই ক্ষমতাশালী, উজ্জ্বল বা সমৃদ্ধ কোনো ব্যক্তিত্ব। নামের সাথে কাজের কি দারুণ মিল সেটা ইতোমধ্যেই জানা হয়ে গেছে ক্রিকেটবিশ্বের। বয়স ১৪। এই বয়সে আপনি আমি কি করতাম সেই আলোচনায় না যাওয়াই ভালো। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে এই বিস্ময় বালক ব্যাট হাতে যা করেছেন তা লিখে প্রকাশ করাটা একরকম অসম্ভবই বটে। এখনো কৈশোর না পেরোনো এই ক্ষুদে ক্রিকেটার কিনা বলে, ‘কে বোলার আমি দেখি না, শুধু বলটাই দেখি।’ সমালোচকরা বলতে পারেন, ‘দেখেছ, ঔদ্ধত্য কত! এরপর বাইশ গজে এই বালক যে ভেলকি দেখালো তাতে তাকে নিয়ে রীতিমতো স্তুতি রচনার ধুম পড়ে গেল। আইপিএলে অবিশ্বাস্য এক ইনিংস খেলে হইচই ফেলে দেয়া বৈভব সূর্যবংশী কে আসলে? বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি লিগের সেরা বোলারদের পাড়ার বোলার বানিয়ে ফেলা এই সূর্যবংশীর সূর্যোদয় কিভাবে হলো?
‘ভোরে অনুশীলনে যেতে হবে। মা রাত দুটোয় ঘুম থেকে উঠে পড়ত। ঘণ্টা তিনেক ঘুমাত। ঘুম থেকে উঠে আমার জন্য খাবার বানাত। বাবা কাজ ছেড়ে দিয়েছিলেন আমার জন্য। দাদা সেটা সামলাত। আমাদের সংসার খুব কষ্টে চলছিল।’ আরো অনেক ভারতীয় ক্রিকেটারের মতো বৈভবও বলছিলেন দারিদ্রতার লড়াই করে বেড়ে ওঠার কথা। ২০০৯ সালে আইপিএল শুরু হলেও বৈভবের জন্ম ২০১১ সালে। অর্থাৎ তিনিই প্রথম আইপিএল ক্রিকেটার, যিনি টুর্নামেন্ট শুরুর পর জন্মেছেন। এই কিশোর প্রতিভা রাজস্থান রয়্যালস দলে ডাক পান মাত্র এক কোটি ১০ লাখ রুপিতে। এইতো ক’দিন আগেই ভারতের অনানুষ্ঠানিক অনূর্ধ্ব-১৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন তিনি। এরপর শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হাফসেঞ্চুরি করেছেন, আর ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে বিহারের হয়ে খেলেছেন ৭১ রানের ইনিংস।
এছাড়া হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছে ১৩ বছর বয়সী এই ক্রিকেটার। বিহারের আন্তঃজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিলেন বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করেন ৪০০ রান। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে, এমন দাবিও নাকি করেন অনেকে। এমন পারফর্ম্যান্সের সুবাদেই নিলামে নাম ওঠে তার।
এর আগে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল প্রয়াস রাই বর্মনের। ২০১৯ সালে ১৬ বছর ১৫৪ দিন বয়সে অভিষেক হয় তার। আন্তর্জাতিক স্তরে আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেক করা ক্রিকেটার হলেন আফগানিস্তানের মুজিব উর রহমান, ১৭ বছর বয়সে ২০১৮ সালে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। ১৪ বছরের অভিষেকে প্রথম বলেই ছক্কার গল্পের পর হইচই ফেলে দেয়া সেঞ্চুরি এখন রূপকথার মতোই আর তাতে মন্ত্রমুগ্ধ পুরো ক্রিকেটবিশ্ব!



