শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

তিন ম্যাচ সিরিজে পাকিস্তান শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে। রাওয়ালপিন্ডিতে ২১২ রানের টার্গেট ৬ উইকেটে জয়, রিজওয়ান অপরাজিত ৬১ রান করেন।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান |সংগৃহীত

এবারের পাকিস্তান সফরটা ভুলেই যেতে চাইবে শ্রীলঙ্কা। স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছে না তারা। প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া করেছিল আগেই, এবার শেষ ম্যাচটাও হেরে হোয়াইটওয়াশ হলো লঙ্কানরা।

রোববার মান বাঁচানোর লড়াইয়ে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করে ৪৫.২ ওভারে ২১১ রানে আটকে যায় তারা। জবাবে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় পাকিস্তান।

এ জয়ে শাহীন শাহ আফ্রিদিরা ফেরালেন ৯ বছর আগের স্মৃতি। ২০১৭ সালে লঙ্কানদের ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছিল পাকিস্তান। এবার ফের পেল হোয়াইটওয়াশের স্বাদ।

অবশ্য শ্রীলঙ্কার শুরুটা ছিল ভালো। ওপেনিং জুটিতে আসে ৫৫ রান। তবে মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও ফয়সাল আকরামের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ব্যাটিং লাইন শক্ত হয়ে দাঁড়াতে পারেনি।

নিয়মিত বিরতিতে হারায় তারা। সবচেয়ে বেশি ৪৮ রান করে সাদিরা সামারাবিক্রমা। পরের দু’টি সর্বোচ্চ ইনিংস ৩০ ছাড়ানো। অধিনায়ক কুশল মেন্ডিস ৩৪ ও পাভান রত্নায়েকে ৩২ রান করেন।

তবে কেউ বড় ইনিংস খেলতে না পারা ডুবিয়েছে দলকে। দুই শ’ পেরোতেই আটকে যায় শ্রীলঙ্কা। ওয়াসিম ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি করে পান হারিস ও ফয়সাল।

এদিন লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই অভিষিক্ত হাসিবুল্লাহ খানকে (০) হারায় পাকিস্তান। তবে দলকে পথ হারাতে দেননি ফখর জামান। বাঁ-হাতি এই ওপেনার আজও অর্ধশতকের (৫৫) দেখা পান।

তবে তিনে নামা বাবর আজম আজ ইনিংস বড় করতে পারেননি। থিতু হয়েছিলেন ঠিকই, ৩৪ রান নিয়ে থামতে হয় তাকে। এরপর সালমান আলী আগাও ফেরেন দ্রুত (৬)। তবে ততক্ষণে হাল ধরেছেন মোহাম্মপদ রিজওয়ান।

ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন পাকিস্তানের উইকেটকিপার এই ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম ফিফটি নিয়ে ৬১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ৪২ রান নিয়ে অপরাজিত ছিলেন হোসেন তালাত।