পরিচালক নাজমুলকে শোকজ বিসিবির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করলে ক্রিকেটারদের ক্ষতি প্রসঙ্গে ‘বিতর্কিত’ মন্তব্যের পর ক্রিকেটারদের চাপের মুখে পদত্যাগ দাবি ও বয়কট হুমকি পাওয়ায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পরিচালক নাজমুলকে শোকজ বিসিবির
পরিচালক নাজমুলকে শোকজ বিসিবির |সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না নিলে ক্রিকেটারদের ক্ষতি-সংক্রান্ত আলোচনায় ‘বিতর্কিত’ মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। যার প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি এবং অন্যথায় বিপিএলসহ সকল খেলা বয়কটের হুমকি দিয়েছে। সেই ধারাবাহিকতায় নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্যদিকে খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে ক্রিকেটারদের মাঠে নামার আহ্বান জানিয়েছে বোর্ড।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি।

ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে গতরাতে তার পদত্যাগ চেয়ে বসে কোয়াব। অন্যথায় সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেন খেলোয়াড়েরা। এরপর নড়েচড়ে বসে ক্রিকেট বোর্ড। বিপিএল চলাকালীন ক্রিকেটারদের এমন কড়া সিদ্ধান্ত ভয় পাইয়ে দেয় তাদের। এমতাবস্থায় মধ্যরাতে ক্রিকেটারদের সাথে জরুরি সভায় বসে বিসিবি। তবে সমস্যা সমাধান হয়নি।

এমন পরিস্তিতিতে বিপিএলের খেলাও মাঠে গড়ায়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাঠে আসেননি ক্রিকেটাররা। এমনকি বিসিবি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বিবৃতি দিলেও তা আমলে নেয়নি কোয়াব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলছে, সম্প্রতি এক বোর্ড সদস্যের আপত্তিকর মন্তব্যের জন্য আবারো দুঃখপ্রকাশ করছে বিসিবি। উদ্বেগের বিষয়টি জেনে বিসিবি পেশাদারীত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান ও ক্রিকেটের মূল্যবোধ লালনের বিষয়টি নিশ্চিত করতে চায়। নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব নিয়ম-নীতি ও পেশাদার বিধি অনুসারে বিসিবি কঠোরভাবে এসব বিষয় মোকাবিলা করবে।

সেই সাথে পরিচালক নাজমুল ইসলামকে শোকজ দেয়ার কথা উল্লেখ করে বিসিবি জানিয়েছে, ইতোমধ্যে শাস্তিমূলক কার্যক্রম হিসেবে ওই বোর্ড সদস্যকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। সুনির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে। এরপরই এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

একই বিবৃতিতে খেলা বয়কটের দাবি জানানো ক্রিকেটারদের প্রতি বিসিবি মাঠে ফেরার আর্জি জানায়, বিপিএলের ২০২৬ শেষ পর্যায়ে। দেশের জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট ও বিদেশী সমর্থকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে।

বিসিবি আরো জানায়, বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে খেলোয়াড়রাই বিপিএল ও বোর্ডের অধীন যেকোনো ক্রিকেটীয় কার্যক্রমের প্রধান স্টেকহোল্ডার এবং প্রাণশক্তি। তাই বোর্ডের প্রত্যাশা- ক্রিকেটাররা বিপিএলের বাকি অংশ সফলভাবে সম্পন্ন করতে তাদের পেশাদারীত্ব ও পূর্ব প্রতিশ্রুতি পূরণ করবেন।