নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন স্বর্ণা আক্তার।
সোমবার (১৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাত্র ৩৪ বলে ৫০ রান তুলে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম ফিফটি।
তিন ছক্কা, তিন চারে ম্যাচ শেষে ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই ব্যাটার।
ওয়ানডে ম্যাচে স্বর্ণার এই তিন ছক্কাও দলের জন্য নতুন একটি রেকর্ড। এর আগে, মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ দু’টি ছক্কা মেরেছিলেন নিগার সুলতানা।
স্বর্ণা ছাড়াও আজকের ম্যাচে ফিফটি পেয়েছেন বাংলাদেশের আরেক ব্যাটার শারমিন আক্তারও। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার নবম ফিফটি।
এদিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩২ রান। বিবিসি