এলপিএল

বিপিএলের আগে আগে শুরু হচ্ছে এলপিএল

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে ২০২৫ এলপিএলের পর্দা উঠবে ২৭ নভেম্বর তারিখে। প্রায় মাসব্যাপী চলা এই আসরের ফাইনাল গড়াবে ২৩ ডিসেম্বর।

নয়া দিগন্ত অনলাইন
এলপিএলের শিরোপা উৎসব
এলপিএলের শিরোপা উৎসব |ইন্টারনেট

বিপিএলকে চ্যালেঞ্জ জানালো লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। বিপিএলের সাথে সাংঘর্ষিক সূচি তৈরি করেছে তারা। সবকিছু ঠিক থাকলে আগামী এলপিএল মাঠে গড়াবে নভেম্বর-ডিসেম্বরে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে ২০২৫ এলপিএলের পর্দা উঠবে ২৭ নভেম্বর তারিখে। প্রায় মাসব্যাপী চলা এই আসরের ফাইনাল গড়াবে ২৩ ডিসেম্বর।

এদিকে ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএলও। এলপিএলের মাঝের দিকেই বাংলাদেশে শুরু হবে এই আসর। সেক্ষেত্রে শুরুর দিকে লঙ্কা ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না নিশ্চিতভাবেই।

এলপিএলের পরিচালক সমন্থা ডোডানওয়েলা জানান, আসরের সময় নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক সূচির সাথে সামঞ্জস্য রেখে। বিশেষ করে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই তাদের এই পরিকল্পনা।

তবে দলের গঠন, খেলোয়াড় ড্রাফট ও পূর্ণাঙ্গ সূচি নিয়ে বিস্তারিত ঘোষণা এখনো আসেনি। তার জন্য আরো অপেক্ষা করতে হবে।

তবে জানা গেছে এবার এলপিএল গড়াবে তিন ভেন্যুতে; আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়াম (কলম্বো), পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম।