আগামী মাসেই মাঠে ফিরছেন তামিম ইকবাল। বিপিএল নয়, এনসিএল দিয়েই প্রত্যাবর্তন ঘটছে তার। ডিপিএলে অসুস্থ হয়ে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো স্বীকৃত ক্রিকেটে খেলতে যাচ্ছেন এই বাঁ-হাতি।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় আসর। বড় পরিকল্পনা নিয়েই হাঁটছে ক্রিকেট বোর্ড। যার অংশ হতে পারেন তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে তামিমের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, এ টুর্নামেন্টে দেখা যেতে পারে মুশফিক-মাহমুদউল্লাহকেও।
বিসিবির সূত্র বলছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় আসর। আসর চলবে ৪ অক্টোবর পর্যন্ত। গতবারের মতো এবারো টুর্নামেন্টে আটটি দল হওয়ার কথা রয়েছে।
সেপ্টেম্বরে যখন এনসিএল শুরু হবে, তখন এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে থাকবে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল। জাতীয় দলের তারকারা না থাকায় অনেক তরুণ ক্রিকেটার টুর্নামেন্টে সুযোগ পাবেন।
তবে টুর্নামেন্টের প্রাণ ফেরাতে পারেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। ইতোমধ্যেই সিলেট বিভাগের হয়ে খেলার জন্য যোগাযোগ করেছেন বগুড়ার ছেলে মুশফিক।
মাহমুদউল্লাহর ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি আকরাম খান। তবে তার প্রত্যাশা এনসিএলের সংক্ষিপ্ত আসরে খেলতে দেখা যাবে সাবেক এই অলরাউন্ডারকেও।
এদিন সাংবাদিকদের সাথে আলাপকালে আকরাম বলেন, ‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।’
এদিকে প্রায় পাঁচ মাস আগে সাভারে শেষবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় মাঠেই হৃদরোগে আক্রান্ত হন তামিম। অবস্থা এতোটাই বেগতিক ছিল যে, নিতে হয় লাইফ সাপোর্টে।
তাৎক্ষণিক হার্টে পড়াতে হয় রিং। তারপর থেলে লম্বা সময় ধরে চিকিৎসাধীন প্রক্রিয়ার মধ্যেই ছিলেন তিনি। আর ফেরা হয়নি মাঠে। ফলে প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি আর মাঠে ফেরা হবে না তামিমের?
উত্তরটা দিলেন আকরাম খান। বিসিবির এই পরিচালক বলেন, ‘তামিমের সাথে কথা হয়েছে, তামিমও খেলবে এনসিএলে।’