বিসিবি নির্বাচনে ভোটারদের ডেকে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, অভিযোগ আমিনুলের

‘আমি শুনেছি, ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদের ডেকে ডেকে হুমকি দিয়েছেন। আমাকে অনেক কাউন্সিলর ফোন করে বলেছেন, ক্রীড়া উপদেষ্টা এমন আচরণ করবেন তারা আশা করেননি।’

নয়া দিগন্ত অনলাইন
হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্তঃভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক এবং উপদেষ্টা আসিফ মাহমুদ (ইনসেটে)
হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্তঃভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক এবং উপদেষ্টা আসিফ মাহমুদ (ইনসেটে) |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক।

তিনি দাবি করেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভোটারদের ডেকে ডেকে হুমকি দিয়েছেন এবং অর্থের বিনিময়ে বিসিবির পরিচালক বানিয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) হ্যান্ডবল স্টেডিয়ামে আন্তঃবিভাগীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

আমিনুল হক বলেন, ‘আমি শুনেছি, ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদের ডেকে ডেকে হুমকি দিয়েছেন। আমাকে অনেক কাউন্সিলর ফোন করে বলেছেন, ক্রীড়া উপদেষ্টা এমন আচরণ করবেন তারা আশা করেননি।’

আমিনুল হক অভিযোগ করেছেন, ক্রীড়া উপদেষ্টা বিসিবিকে নিজের বানিয়ে ফেলেছেন। যেকোনো মূল্যে বুলবুলকে সভাপতি বানাতে চেয়েছেন। ক্রিকেট বোর্ড বাংলাদেশের সবার। এটা কোনো ব্যক্তির না। কিন্তু ক্রীড়া উপদেষ্টা যেকোনো মূল্যে বুলবুল ভাইকে সভাপতি করতে চেয়েছেন। এ ধরনের সরকারি হস্তক্ষেপ বাংলাদেশের জনগণ সহজে মেনে নেবে বলে আমার মনে হয় না।’

আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করা ইশফাক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক মনোনীত করা নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল হক। ক্রীড়া উপদেষ্টার একক হস্তক্ষেপে বিতর্কিত ইশফাককে পরিচালক করা হয়েছিল বলে অভিযোগ আমিনুল হকের। আর্থিক লেনদেন হওয়ার প্রমাণ আছে বলেও মন্তব্য করেন তিনি।

আমিনুল বলেন, ‘ক্রীড়া পরিষদ থেকে কিভাবে একজন স্বৈরাচার সরকারের মনোনয়নপ্রত্যাশীকে পরিচালক করা হয়? সংবাদ প্রচারের পর তারা বললে, যাচাই-বাছাই করে নাই। এখানেই বোঝা যায়, কারো একক হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল। বোর্ড নির্বাচন নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমার কাছে তথ্য আছে, আর্থিক লেনদেনও হয়েছে। আর্থিক লেনদেনে বোর্ড পরিচালক হওয়া অত্যন্ত পীড়াদায়ক।’