মাঠে গড়িয়েছে এশিয়া কাপ ফাইনাল। যেখানে লড়াই করছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ভারত চায় শিরোপা ধরে রাখতে। পাকিস্তানের চাওয়া ১৩ বছরের অপেক্ষা ঘোচানোর, করতে চায় শিরোপা পুনরুদ্ধার।
দুবাইয়ের আলো ঝলমলে রাতে মেগা ফাইনাল শেষে শেষ হাসি কে হাসে, সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা। তবে এর মাঝেই আছে ভিন্ন এক অনিশ্চয়তা, ম্যাচ শেষে ভারত মহসিন নাকভির সাথে হাত মেলাবে তো?
পাকিস্তান-ভারতের মুখোমুখি লড়াই হলে সেই ম্যাচ যে শুধু খেলা থাকে না, রূপ নেয় এক মহাযজ্ঞে। ফলে প্রত্যাশিতভাবেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ২৮ হাজার দর্শকে ভরে গেছে নীল-সবুজে।
তবে এর মাঝেই আছে শঙ্কা। কে জিতে, কে হারে— তা নয়, বরং ফাইনালে ভারতকে চ্যাম্পিয়ন বা রানার্সআপ ট্রফি ও মেডেল তো নিতে হবে। সেই ট্রফি ও মেডেল তুলে দেয়ার জন্য মঞ্চে থাকবেন মহসিন নকভি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মহসিন নকভি বর্তমাম এসিসি চেয়ারম্যান। তার অন্য পরিচয় তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় দল সেই কর্তার হাত থেকে ট্রফি নেবে কি না, তা নিয়ে আছে সন্দেহ।
এর আগে দুই দেশের মধ্যকার রাজনৈতিক কারণে প্রথম দুই দেখায় পাকিস্তানি ক্রিকেটারদের সাথে ম্যাচের আগে বা পরে হাত মেলায়নি ভারত। এমনকি টসের সময় চোখাচোখিও হয়নি।
ফলে এবার প্রশ্ন উঠেছে, তারা কী পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে ট্রফি গ্রহণ করবে? গুঞ্জন ছড়িয়েছে যে ভারত পুরস্কা্র বিতরণী মঞ্চে থাকবে না। নাকভির হাত থেকে ট্রফিও নেবে না। তবে বাস্তব কী, সেটা ম্যাচের পরই দেখা যাবে।
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এই আসরে কম উত্তাপ তৈরি হয়নি। নানা বিতর্ক হয়েছে। জড়িয়েছেন ক্রিকেটারেরাও। সব মিলিয়ে ফাইনাল ঘিরে উন্মাদনার পারদ চড়েছে। আজ ফাইনালে তেমন কিছু হলে, বিষয়টা মোটেও ভালো হবে না ক্রিকেটের জন্য।