বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আসরের মতোই অভিজ্ঞ ও তারকানির্ভর দল সাজিয়েছে ঢাকা ক্যাপিটালস। দলকে নেতৃত্ব দেয়ার মতো আছেন বেশ কয়েকজন। তবে সবাইকে ছাপিয়ে রাজধানীর দলটির নেতৃত্ব পেয়েছেন মোহাম্মদ মিঠুন।
বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে আজ রোববার পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। সেখানেই মিথুনকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করে ম্যানেজমেন্ট।
ঢাকার এবারের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ লোকাল ক্রিকেটার রয়েছেন। বিদেশীদের মাঝেও আছেন অভিজ্ঞ পারফর্মার।
এত অপশনের মাঝে অধিনায়ক হিসেবে মিঠুনকে বাছাই করার কারণ নিয়ে সিইও আতিক ফাহাদ বলেন, ‘আমাদের অনেকেই অধিনায়ক হওয়ার যোগ্য। সাইফ হাসান, তাসকিন আহমেদ, ইমাদ ওয়াসিম আছেন। টিম ম্যানেজমেন্টকেও বেগ পেতে হয়েছে অধিনায়ক নির্বাচনে।’
অবশ্য নেতৃত্ব মিঠুনের জন্য নতুন কিছু নয়।
এর আগে গত আসরে চট্টগ্রাম রয়্যালসকেও ফাইনালে তুলেছিলেন তিনি। সেই বিষয়টিও উল্লেখ করে বলেন, মিঠুন ভাই গতবার তার দলকে ফাইনালে নিয়েছে, আর আমাদেরও লক্ষ্য শিরোপা জেতা, সেই বিবেচনায় তাকে অধিনায়কত্ব দেয়া হয়েছে।'
এদিকে, ঢাকার মতো অনুশীলনে নেমে গেছে বাকি পাঁচ ফ্রাঞ্চাইজিও। যেখানে রংপুর রাইডার্স অনুশীলন সেরেছে নিজেদের মাঠেই। বাকি চারদল অনুশীলন করে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।



