দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

দুই দলের এই সিরিজ আগামী ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা |সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার (৬ অক্টোবর) ডেইলি জংগ জানিয়েছে, ঘোষিত দল থেকে প্রাথমিক দলে থাকা দুই খেলোয়াড় বাদ পড়েছেন।

এর আগে, ১৮ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। সেখানে থাকা আমির জামাল ও ফয়সাল আকরামকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি।

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচ টেস্ট সিরিজ আগামী ১২ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২০ অক্টোবর, রাওয়ালপিন্ডিতে।

দুই দলের এই সিরিজ আগামী ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

পাকিস্তানের স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।