নেপালের বিপক্ষে জয় প্রত্যাশিতই ছিল। সেই প্রত্যাশা মেটাতে সময় নিলো না বাংলাদেশ। যুবা টাইগাররা জয় পেয়েছে হেসে-খেলেই। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় এসেছে ৭ উইকেটে।
জয়ের সুর বেঁধে দিয়েছিলেন বোলাররাই। শুরু থেকেই নেপালকে টেনে ধরেছিলেন তারা।
মাত্র ৬১ রানেই ৫ উইকেট তুলে নেন সাদ ইসলাম-মোহাম্মদ সবুজরা। শাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার করেন ১৪ রান। এরপর আশীষ লৌহরের ২৩ ও অভিষেক তিওয়ারির ৩০ রানে ৩১.১ ওভারে ১৩০ রান পর্যন্ত পৌঁছায় নেপাল। সবুজ ৩, আজিজুল হাকিম, শাহরিয়ার আহমেদ ও সাদ ইসলাম নেন ২টি করে উইকেট।
রান তাড়ায় অবশ্য দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। রিফাত বেগ (৫) ও অধিনায়ক আজিজুল হাকিম (১) আউট হন থিতু হওয়ার আগেই। তবে দলকে চাপে পড়তে দেননি জাওয়াদ আবরার।
একপাশ থেকে আগ্রাসী ব্যাট করতে থাকেন তিনি। কালাম সিদ্দিকীর সাথে গড়েন ১১৫ বলে ৯২ রানের জুটি। কালাম ৬৬ বলে ৩৪ করে আউট হলেও থামেননি জাওয়াদ, হাফসেঞ্চুরি তুলে এগিয়ে যান।
শেষ পর্যন্ত ৭ চার ৩ ছক্কায় ৬৮ বলে ৭০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ১২ রানে অপরাজিত থাকেন রিজান হোসেন। ২৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। এই মুহূর্তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে জুনিয়র টাইগাররা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।



