পাকিস্তানের কাছে ক্ষমা চাইলেন পাইক্রফট, তারপরই শুরু হলো খেলা

অবেশেষে নানা নাটকীয়তার পর পাইক্রফটের ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টির সুরাহা হলো।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের ড্রেসিং রুমে গিয়ে অধিনায়কের পাশাপাশি দেশটির টিম ম্যানেজম্যান্টের কাছেও ক্ষমা চান পাইক্রফট
পাকিস্তানের ড্রেসিং রুমে গিয়ে অধিনায়কের পাশাপাশি দেশটির টিম ম্যানেজম্যান্টের কাছেও ক্ষমা চান পাইক্রফট |সংগৃহীত

এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে, টসের আগে পাকিস্তানি অধিনায়ক সালমান আলি আগার কাছে ক্ষমা চেয়েছেন বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ডেইলি জংগ জানায়, এ সময় পাকিস্তানের ড্রেসিং রুমে গিয়ে অধিনায়কের পাশাপাশি দেশটির টিম ম্যানেজম্যান্টের কাছেও ক্ষমা চান তিনি।

পাইক্রফট গত ভারত-পাকিস্তান ম্যাচে দুই দেশের ক্রিকেটারদের করমর্দন করতে নিষেধ করার কারণে আনুষ্ঠানিকভাবে দুঃখও প্রকাশ করেছেন বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাইক্রফট ওই ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে বর্ণনা করেছেন। পাইক্রফটের এই পদক্ষেপের পরই সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলতে রাজি হয় পাকিস্তান এবং টসে হেরে ব্যাটিংয়ে নামেন দলটির খেলোয়াড়েরা।

জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ম্যাচ রেফারি পাইক্রফট যে ক্ষমা চেয়েছেন, ভারতীয় সংবাদমাধ্যমগুলোও বিষয়টি নিশ্চিত করেছে। এ কারণে আজকের ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন তিনি।

এদিন টসের পর পাকিস্তানের অধিনায়ক সালমন আলি আগার সাথে পাইক্রফটকে করমর্দনও করতে দেখা গেছে এবং আইসিসি গত রোবারের ম্যাচের ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে।

এর আগে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে ক্রিকেটের স্পিরিট ও চেতনার পরিপন্থী পদক্ষেপের অভিযোগ আনে পাকিস্তান। দেশটির দাবি ছিল- রোববারের ম্যাচে টসের আগে, অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান ও ভারত- দুই দলের অধিনায়ককে করমর্দন করতে নিষেধ করেন।

শুধু তাই নয়; এরও আগে, ম্যাচ রেফারি পাইক্রফট পাকিস্তানের মিডিয়া ম্যানেজারকে হাত না মেলানোর দৃশ্য রেকর্ড করতেও নিষেধ করে দেন বলে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই সময় এর তীব্র সমালোচনা করেন পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা।

ম্যাচ শেষে, নাভিদ আকরাম চিমা টুর্নামেন্ট পরিচালক অ্যান্ড্রু রাসেলের কাছে এ বিষয়ে তার আপত্তিও প্রকাশ করেন। এর জবাবে অ্যান্ড্রু রাসেল বলেন, আমরা ভারতীয় বোর্ডের কাছ থেকে নির্দেশনা পেয়েছি এবং একটু পর তিনি বলেন যে, এগুলো আসলে ভারত সরকারের নির্দেশ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি কর্তৃক আইসিসির আচরণবিধি লঙ্ঘনের কারণে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে পাকিস্তান এবং দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানায়। অবেশেষে নানা নাটকীয়তার পর পাইক্রফটের ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টির সুরাহা হলো।

সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ