টি-টোয়েন্টিতে সাদমানের প্রথম সেঞ্চুরির ম্যাচে ঢাকা মহানগরের জয়

শনিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগরের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ৫৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন সাদমান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে এনসিএল ইতিহাসে যা তৃতীয় সেঞ্চুরি।

নয়া দিগন্ত অনলাইন
টি-টোয়েন্টিতে সাদমানের প্রথম সেঞ্চুরি
টি-টোয়েন্টিতে সাদমানের প্রথম সেঞ্চুরি |সংগৃহীত

জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট খেলেছেন, কিন্তু কখনো ওয়ানডে বা টি-টোয়েন্টিতে ডাক মেলেনি সাদমানের। সেই আক্ষেপ যেন ঘোচাচ্ছেন এবার এনসিএলে। আগের ম্যাচেই রান পেয়েছিলেন, এবার তুলে নিলেন সেঞ্চুরি!

সাদা পোশাকের খোলস ছেড়ে বের হয়ে রঙিন পোশাকেও রঙ ছড়াচ্ছেন সাদমান। এবারের এনসিএলের প্রথম সেঞ্চুরিও এলো তার ব্যাটে, ৬১ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগরের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ৫৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন সাদমান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে এনসিএল ইতিহাসে যা তৃতীয় সেঞ্চুরি।

তার সেঞ্চুরিতে ভর করে সিলেটে টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান করে ঢাকা মহানগর। মাহফিজুল ইসলামকে নিয়ে ১৭.৩ ওভারে ১৭৭ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান।

এনসিএল টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। ৪৯ বলে ৭৯ করে আউট হন মাহফিজুল। আর ১৯.২ ওভারে সাদমানের ইনিংস শেষ হয় ১১ চার ও ৪ ছক্কায়। এছাড়া ৫ বলে ১১ রান করেন আইচ মোল্লা।

বড় লক্ষ্য তাড়ায় ১৭.৫ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় বরিশাল। ৯৬ রানের বিশাল জয় পায় মহানগর। বরিশালের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আজমির আহমেদ। মারুফ মৃধা ৩, আবু হায়দার ও রাকিবুল হাসান নেন জোড়া উইকেট।

এই হারে আসরে টানা ৫ ম্যাচ হারল বরিশাল। ছয় ম্যাচের অন্যটা পরিত্যক্ত হয় বৃষ্টিতে। অন্যদিকে ৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে ঢাকা মহানগর।