বিসিবির নির্বাচন নিয়ে যা বললেন তামিম ইকবাল

‘যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি অনুরোধ করব তাদেরই নির্বাচিত করুন।’

নয়া দিগন্ত অনলাইন
তামিম ইকবাল
তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল অধ্যায় শেষ হয়েছে আগেই, অসুস্থতার পর ঘরোয়া ক্রিকেটেও তার খেলা নিয়ে আছে শঙ্কা। এর মাঝেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিসিবিতে আসছেন তামিম।

তবে সে বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিক মুখ না খুললেও তামিম জানিয়েছেন ক্রিকেট বোর্ডকে কেমন দেখতে চান তিনি, কাদের দেখতে চান ক্রিকেট বোর্ডে। কথা বলেন বিসিবি’র আসন্ন নির্বাচন নিয়েও।

শনিবার তামিম উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে তামিম কথা বলেছেন নানা ইস্যুতে।

সেখানে ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার? কারা আমাদের ডিসিশন মেকার? কারা আমাদের রিপ্রেজেন্ট করছে?’

‘যারা বোর্ড পরিচালক, তাদের স্বপ্ন কী আমাদের নিয়ে। তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কী আমাদের নিয়ে। এগুলো প্রতিটি জিনিস জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা, জেতা, ভালো না খেলা, সবকিছুর সাথে।’

আর কয়েক মাস পর বিসিবির নির্বাচন। সেই নির্বাচনে যোগ্য লোকদের বাছাই করার তাগিদও দিয়েছেন তামিম। বলেন, ‘যারা যোগ্য বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি অনুরোধ করব তাদেরই নির্বাচিত করুন।’

বোর্ড পরিচালক হওয়ার পর নিজের এলাকাতেই লিগ আয়োজন না করতে পারাদের সমালোচনা করে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই এটা বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’

এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।