চুক্তির মেয়াদ বাড়ছে আশরাফুলের, ব্যাটিং কোচ হিসেবে থাকবেন বিশ্বকাপেও

যেখানে তারা দুজনই কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। যার ফলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই ২০২৭ বিশ্বকাপেও লিটনদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন আশরাফুল।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল |ফাইল ছবি

আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে সেই মেয়াদ আরো দীর্ঘ হচ্ছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত দেখা যেতে পারে তাকে।

বিশ্বকাপে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিনও। চাকরি ছাড়তে চেয়ে চিঠি দিলেও সেই চিঠি গ্রহণ করেনি বিসিবি। সহকারী কোচ পদে তাকে রেখে দেয়া হচ্ছে, তবে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন আশরাফুল।

সবশেষ কয়েক মাসে বাংলাদেশের ব্যাটিং ভালো না হওয়ায় বিদেশী ব্যাটিং কোচ নিয়োগ দিতে চেয়েছিল বিসিবি। তবে কারো সাথে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় কোচের দিকে মনযোগী হয় বিসিবি।

আয়ারল্যান্ড সিরিজের আগে তাই ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। দুই টেস্টের সাথে তিন টি-টোয়েন্টিতে লিটন দাস-তানজিদ তামিমদের সাথে কাজ করেছেন তিনি।

ব্যাটিং কোচ হিসেবে পুরো সিরিজে আশরাফুল যেভাবে কাজ করেছেন সেটা নিয়ে সন্তুষ্ট বিসিবি। জানা গেছে- শেষ টি-টোয়েন্টি শেষে আশরাফুলের সাথে দেখা করে আলোচনা করেছেন নাজমুল আবেদিন ফাহিম।

যেখানে তারা দুজনই কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। যার ফলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই ২০২৭ বিশ্বকাপেও লিটনদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন আশরাফুল।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শোনা যাচ্ছে- বিপিএল শেষে আসতে পারে এই সম্পর্কিত ঘোষণা। এমনকি বিপিএল শুরুর আগে ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১ সপ্তাহের বিশেষ ক্যাম্পেও ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন তিনি।