ম্যানচেস্টারে ইংল্যান্ডের দাপট, ভাঙা পায়ে পান্ত গড়লেন রেকর্ড

৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত তাদের শেষ ৬ উইকেট আজ হারিয়েছে ৯৬ রানে। সব মিলিয়ে তাদের ইনিংস শেষ হয় ৪৫৮ রানে। জবাবে ২ উইকেটে ২২৫ রান তুলে দিনশেষ করেছে ইংল্যান্ড।

নয়া দিগন্ত অনলাইন
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংলিশরা
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংলিশরা |ইন্টারনেট

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনটা দখলে নিল ইংল্যান্ড। প্রথম দিনে ভারত দাপট দেখেও বৃহস্পতিবার ধারা ধরে রাখতে পারেনি তারা। অন্যদিকে ব্যাটে-বলে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকেরা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন টেস্টে শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ইংলিশরা। ফলে সিরিজ বাঁচাতে হলে ম্যানচেস্টার টেস্ট ভারতের জয়ের বিকল্প নেই। তবে ইংল্যান্ডও প্রস্তুত সিরিজ নিশ্চিত করতে।

৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত তাদের শেষ ৬ উইকেট আজ হারিয়েছে ৯৬ রানে। সব মিলিয়ে তাদের ইনিংস শেষ হয় ৪৫৮ রানে। জবাবে ২ উইকেটে ২২৫ রান তুলে দিনশেষ করেছে ইংল্যান্ড।

ইংল্যান্ড কাল রান তুলেছে ওয়ানডের মতো করে, ওভারপ্রতি ৪.৮৯ করে। জ্যাক ক্রলি ও বেন ডাকেট মিলে উদ্বোধনী জুটিতে গড়েন ১৬৬ রানের জুটি। যদিও দুই ওপেনারই ফিরেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।

জাদেজার বলে ক্রলি আউট হওয়ার আগে করেন ১১৩ বলে ৮৪ রান। তার কিছুক্ষণ পরই আনশুল কম্বোজের শিকার হবার আগে ১০০ বলে ৯৪ রান করেন বেন ডাকেট।

ওলে পোপ ২০ ও জো রুট ১১ রানে ব্যাট করছেন। লিড ভাঙতে তাদের চাই আর ১৩৩ রান। হাতে ৮ উইকেট।

অবশ্য দিনের শুরুটা নিজের করে নেন বেন স্টোকস। বল হাতে জ্বলে উঠেন ইংলিশ অধিনায়ক। ৮ বছর পর টেস্টে ৫ উইকেটের দেখা পান তিনি। তিন উইকেট নেন জফরা আর্চার।

৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন রবিন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। দিনের দ্বিতীয় ওভারেই আর্চারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জাদেজা (২০)।

তবে স্টোকসের তৃতীয় শিকার হবার আগে শার্দুল করেন ৮৮ বলে ৪১ রান। রদিলে বিস্ময় জাগিয়ে দর্শকদের তুমুল করতালির মাঝে ওল্ড ট্র্যাফোর্ডে সিঁড়ি বেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নামেন রিশাভ পান্ত।

প্রথম দিন পায়ে গুরুতর চোট পেয়ে ৪৮ বলে ৩৭ রান নিয়ে মাঠ ছেড়েছিলেন এই কিপার-ব্যাটসম্যান। তার পায়ের পাতার হাড়ে চিড় ধরা পড়েছে। তবে দলের প্রয়োজনে মাঠে নেমে আসেন তিনি।

এ দিন তিনি যোগ করেন আরো ১৭ রান। ফেরার আগে খেলেন ৭৫ বলে ৫৪ রানের ইনিংস। মাঝে ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে বীরেন্দর শেবাগের পাশে বসেন তিনি, দু’জনেরই ছক্কা সমান ৯০টি করে।

এছাড়া ওয়াশিংটন সুন্দর ৯০ বলে ২৭ রান করেন। তাকে আনশুল কাম্বোজকে ফিরিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার টেস্টে পাঁচ উইকেট পূর্ণ করেন স্টোকস।