আবুধাবি টি-১০ লিগ

সাকিবকে নিয়ে খেলছে রয়্যাল চ্যাম্পস

মাঠে নামলেও নেতৃত্ব পাননি সাকিব। জেসন রয়ের অধিনায়কত্বে খেলছেন তিনি। লিয়াম ডসনের জায়গায় খেলছেন সাকিব।

নয়া দিগন্ত অনলাইন
রয়্যাল চ্যাম্পসের জার্সিতে সাকিব
রয়্যাল চ্যাম্পসের জার্সিতে সাকিব |সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগে এবারের মৌসুমে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। দলটির হয়ে অধিনায়কত্ব করার কথাও ছিল তার।

তবে বিস্ময়করভাবে নেতৃত্ব তো দূর, একাদশেই দেখা যায়নি তাকে। আসরের শুরু থেকেই স্কোয়াডের সাথে থাকলেও নিজেদের প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি।

অবশ্য খোঁজ নিয়ে জানা গিয়েছিলো ব্যক্তিগত কারণে খেলেননি তিনি। তবে আজ আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নেমেছে রয়্যাল।

মাঠে নামলেও নেতৃত্ব পাননি সাকিব। জেসন রয়ের অধিনায়কত্বে খেলছেন তিনি। লিয়াম ডসনের জায়গায় খেলছেন সাকিব।

সাকিবের ফেরার ম্যাচে আজ রোববার অ্যামাজন টাইটান্সের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যাম্পস। আবুধাবিতে টসে হেরে ব্যাট করছে সাকিবের দল।