আইপিএল

দলকে প্লে-অফে ওঠাতে মন্দিরে কোটি কোটি টাকার গহনা দান লক্ষ্মৌর মালিকের

মন্দিরটির পূজারীদের হাতে তুলে দেয়া ওই গহনার দাম ভারতীয় মুদ্রায় অন্তত ৫ কোটি রুপি।

নয়া দিগন্ত অনলাইন
মন্দিরটির পূজারীদের হাতে তুলে দেয়া গহনার দাম ভারতীয় মুদ্রায় অন্তত ৫ কোটি রুপি।
মন্দিরটির পূজারীদের হাতে তুলে দেয়া গহনার দাম ভারতীয় মুদ্রায় অন্তত ৫ কোটি রুপি।

খাতা-কলমে প্লে-অফের লড়াইয়ে টিকেও থাকলেও খুব সুবিধাজনক অবস্থানে নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লক্ষ্মৌ সুপার জায়ান্টস। আর এজন্যই নিজের নড়বড়ে দলকে প্লে-অফে ওঠাতে মন্দিরে কোটি কোটি টাকার গহনা দান করলেন লক্ষ্মৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা।

রোববার (১৮ মে) ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লক্ষ্মৌর ম্যাচের আগে সপরিবারে ঐতিহাসিক তিরুপতি তিরুমালা মন্দিরে হাজিরা দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। এ সময়ই কোটি কোটি টাকার গহনা দান করেন তিনি।

সংবাদ প্রতিদিন জানায়, মন্দিরটির পূজারীদের হাতে তুলে দেয়া ওই গহনার দাম ভারতীয় মুদ্রায় অন্তত ৫ কোটি রুপি।

গোয়েঙ্কা ঈশ্বরভক্ত হিসেবে পরিচিত। লক্ষ্মৌর ম্যাচ হোক কিংবা মোহনবাগান ম্যাচ- নিয়মিতই তিনি স্টেডিয়ামে উপস্থিত থাকেন। মোহনবাগানের ম্যাচেও তাকে দেখা গেছে, মাঠের মধ্যেই সাথে থাকা জগন্নাথদেবের ছবিতে প্রণাম করছেন তিনি। এর আগে তিরুপতি বালাজির ছবি নিয়েও মাঠে উপস্থিত ছিলেন গোয়েঙ্কা।

ফুটবলে তার দল মোহনবাগান সাফল্য পেলেও ক্রিকেটে এখনো ট্রফির জিতেনি লক্ষ্মৌ। ঋষভ পান্থের দল এবার প্লে অফে উঠবে কিনা, সেটাও নিশ্চিত নয়। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে। এমন পরিস্থিতিতেই মন্দিরে গেলেন দলের কর্ণধার।

সোমবার (১৯ মে) হায়দরাবাদের মুখোমুখি হবে লক্ষ্মৌ। প্লে-অফে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। সময়ই বলে দেবে- সঞ্জীব গোয়েঙ্কার দল লক্ষ্মৌ তার কাঙ্ক্ষিত অবস্থানে উঠতে পারবে কিনা!