মিকি আর্থার আর মোস্তাফিজকে নিয়ে প্রস্তুত হচ্ছে রংপুর

এই আসরকে সামনে রেখে ১৭ নভেম্বর গড়াবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে তিনজন করে ক্রিকেটার সরাসরি চুক্তিতে দলে টানতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে পুরনো দলগুলোর মাঝে আছে কেবল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নতুন মৌসুমের জন্য ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে তারা। সেই লক্ষ্যে রংপুর উড়িয়ে আনছে মিকি আর্থারকে।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল, শেষ হবে ৬ জানুয়ারি। এই আসরকে সামনে রেখে ১৭ নভেম্বর গড়াবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে তিনজন করে ক্রিকেটার সরাসরি চুক্তিতে দলে টানতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো।

এরই মাঝে সাইফ হাসান ও তাসকিন আহমেদকে দলে ভিড়িয়ে বড় চমক দিয়েছে ঢাকার ফ্যাঞ্চাইজিটি। তবে রংপুর হাঁটছে ভিন্নপথে, ধরে রাখছে পুরনোদের। মিকি আর্থারকে আবারো কোচ করে আনছে তারা।

গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে বিপিএলের গত কয়েক আসরে দলটির প্রধান কোচের দায়িত্ব সামলেছেন আর্থার। এবারো তিনি থাকছেন দলটির সাথে। এই বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি সূত্র।

ক্রিকেটারদের মাঝে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানকে ধরে রাখছে তারা। আর নতুন মুখ হিসেবে সরাসরি চুক্তিতে দলে টানছে মোস্তাফিজুর রহমানকে। বাঁ-হাতি এই পেসারের সাথে আলোচনা অনেকটা চূড়ান্ত।

মোস্তাফিজ বিপিএলের গত আসরে খেলেছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। সেই আসরে ১২ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন তিনি।