ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে শান্ত, উন্নতি হয়েছে মুশফিকের

দেশের প্রথম অধিনায়ক হিসেবে গড়েন দু’ ইনিংসেই সেঞ্চুরির কীর্তি। প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১২৫ রান নিয়ে।

নয়া দিগন্ত অনলাইন
মুশফিকুর রহিম (বাঁয়ে) ও নাজমুল হোসেন শান্ত
মুশফিকুর রহিম (বাঁয়ে) ও নাজমুল হোসেন শান্ত |সংগৃহীত

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ভালো করতে পারেননি। মাত্র ৮ রান করেই সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। তবে গল টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

গল টেস্টে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দেন শান্ত। দেশের প্রথম অধিনায়ক হিসেবে গড়েন দু’ ইনিংসেই সেঞ্চুরির কীর্তি। প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১২৫ রান নিয়ে।

ম্যাচটা জিততে না পারলেও ড্র করে টাইগাররা। আর ম্যাচসেরা নির্বাচিত হোন নাজমুল হোসেন শান্ত। এবার বাংলাদেশ অধিনায়ক আইসিসি থেকেও পেলেন পুরস্কার। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার।

টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক। বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন শান্ত। এর আগে তিনি তার সেরা অবস্থান ছিল ৪২।

গলে ১৬৩ ও ৪৯ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিমও অনেকটা এগিয়েছেন। ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠেছেন তিনি। বাংলাদেশী ব্যাটারদের মধ্যে তিনিই এখন সেরা অবস্থানে।

উন্নতি হয়েছে সাদমান ইসলামেরও। ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে এসেছেন তিনি। তিন ধাপ এগিয়ে এখন ৫৫ নম্বরে সাদমান।

তবে অবনম হয়েছে লিটন দাস ও মুমিনুল হকের। গলে প্রথম ইনিংসে ৯০ রান করেও লিটন তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪০ নম্বরে। আর মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে নেমেছেন ৫১ নম্বরে।

অন্যদিকে বোলিংয়ে উন্নতি হয়েছে নাইম হাসান ও হাসান মাহমুদের। গলে ৫ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছে নাইম। আর পাঁচ ধাপ এগিয়ে হাসান মাহমুদ উঠেছেন ৫৪ নম্বরে।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন তাইজুল ইসলাম। ১৯ নম্বরে আছে তিনি।