বাংলাদেশ ও আইসিসির দ্বন্দ্বের মাঝে নিশ্চুপই ছিল ভারত। তবে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পর নীরবতা ভাঙল বিসিসিআই, করল আত্মপক্ষ সমর্থন।
বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এনডিটিভির সাথে সম্প্রতি এক আলোচনায় বলেছেন, পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেয়া হলেও বাংলাদেশ ভারত সফরে যেতে অনীহা দেখায়।
রাজীব বলেন, ‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক। আমরা সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছিলাম। কিন্তু তারা যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে, তাই শেষ মুহূর্তে পুরো সূচি বদলানো খুব কঠিন। এ কারণেই স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
রাজীব শুক্লা এ সময় পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে দাবি করেন, পাকিস্তান অকারণেই বাংলাদেশের সাথে জড়িয়ে পড়ছে। নিজেদের বাংলাদেশের বন্ধু দেখিয়ে তাদের উস্কানি দিচ্ছে। তার মতে, এতে বাংলাদেশ ভুল সিদ্ধান্তের দিকে যাচ্ছে।
তিনি বলেন, ‘পাকিস্তান ওদের মিথ্যা আশা দেখাচ্ছিল। নিজেরা জড়িত নেই তবুও অকারণে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে পাকিস্তান। গোটা বিশ্ব জানে যখন দেশ ভাগ হয়েছিল, তখন বাংলাদেশীদের ওপর কিভাবে অত্যাচার করেছিল পাকিস্তান। এখন ওদের শুভাকাঙ্ক্ষী সেজে পাশে দাঁড়ানোর নাটক করছে। এটা একেবারেই ভুল।’



