বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান

‘এখনো পুরো টুর্নামেন্টই বয়কটের পথে আছে পাকিস্তান। আজ বিকেলে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বৈঠক অনুষ্ঠিত হবে...।’

নয়া দিগন্ত অনলাইন
ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা চলছে বাংলাদেশ ও পাকিস্তানের
ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা চলছে বাংলাদেশ ও পাকিস্তানের |ফাইল ছবি

টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘অন্যায়ভাবে’ বহিষ্কার করার পর, আইসিসির বিপক্ষে প্রতিবাদ স্বরূপ নতুন বিকল্প সিদ্ধান্ত নিয়েও ভাবছে পাকিস্তান।

সোমবার (২৬ জানুয়ারি) জিও নিউজ জানিয়েছে, শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ নেয়ও, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ খেলার কথা রয়েছে। বিশ্বকাপে যদি পাকিস্তান অংশ নেয়ও, তবে ওই ম্যাচ দিয়েই বয়কট শুরু করতে পারে দেশটি।

আর একটি ম্যাচ বয়কটের কারণে পাকিস্তান দু’টি পয়েন্ট হারাবে। তারপরও পাকিস্তান ভারতের বিপক্ষের ম্যাচ বয়কট করতে পারে।

তবে, এখনো পুরো টুর্নামেন্টই বয়কটের পথে আছে পাকিস্তান। আজ বিকেলে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই সিদ্ধান্ত হবে- পাকিস্তান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে কি নেবে না, নাকি অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে।

সূত্র : জিও নিউজ