আগের ম্যাচেও ফিফটি পেয়েছিলেন তানজিদ তামিম, তবে ৬১ রানের ইনিংস খেলেও তিনি দলকে জেতাতে পারেননি। তবে হাল ছাড়েননি তৃতীয় টি-টোয়েন্টিতেও। ৩৬ বলে আজো পেরিয়েছেন পঞ্চাশের গণ্ডি।
প্রথম দুই ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করতে হয় টাইগারদের, দুটো ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে এসে আজ (শুক্রবার) টসে জিতে আগে ব্যাট করছে লিটন দাসরা।
একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ, বদল আসে উদ্বোধনী জুটিতেও। তানজিদ তামিমের সাথে ব্যাট করতে আসেন পারভেজ ইমন। তবে বড় হয়নি তাদের জুটি, ৩.১ ওভারে ২২ রানে ফেরেন ইমন (৯)।
তবে লিটন দাসকে নিয়ে দলকে টানতে থাকেন তামিম। দুজনের জুটিতে পাওয়ার প্লেতে আসে ৪০ রান। তবে এই যুগলবন্দীও বড় হয়নি, ২৬ বল থেকে আসে মাত্র ২২ রান। ৭.৩ ওভারে লিটন ফেরেন ৯ বলে ৬ রান করে।
এই মুহূর্তে সাইফ হাসানকে নিয়ে দলকে টানছেন তামিম। তবে আসল কাজটা করছেন তামিমই। পঞ্চাশ ছোঁয়ার পথে বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।
মাত্র ৪২ ইনিংসে চার অঙ্কের এই ঘরে পৌঁছেছেন তামিম। আগের দ্রুততম ছিল তাওহিদ হৃদয়ের, ৪৫ ইনিংসে এক হাজার রান করেছিলেন হৃদয়।
এদিকে তামিম-সাইফ জুটিতে ১২ ওভারে ৯০ রানে পৌঁছেছে বাংলাদেশ। ৪১ বলে ৬০ রানে ব্যাট করছেন তামিম। ১২ রানে অপরাজিত সাইফ হাসান।



