পাকিস্তানের বিশ্বকাপ দলে চমক

প্রাথমিক স্কোয়াডে শ্রীলঙ্কা সফরে থাকা ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ তারকাদেরও রাখা হয়েছে। আছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের মতো সিনিয়ররা। যথারীতি দলটার নেতৃত্ব দেবেন সালমান আগা।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান টিম
পাকিস্তান টিম |সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিয়ম মেনে শুক্রবার আইসিসির কাছে ১৫ সদস্যের তালিকা পাঠানো হয়েছে বলে দাবি পাকিস্তানের সংবাদমাধ্যমের।

আইসিসির নিয়ম অনুযায়ী- ৩ জানুয়ারির মাঝে একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হতো বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলকে। ফলে গতরাতে রিজার্ভ খেলোয়াড়দের তালিকাসহ নিজেদের দল জমা দিয়েছে পিসিবি।

যদিও ৩১ জানুয়ারি পর্যন্ত এই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে বোর্ড। এমনকি ওই সময়সীমার পরও যেকোনো পরিবর্তন আনা যাবে। তবে তার জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

প্রাথমিক স্কোয়াডে শ্রীলঙ্কা সফরে থাকা ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ তারকাদেরও রাখা হয়েছে। আছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের মতো সিনিয়ররা। যথারীতি দলটার নেতৃত্ব দেবেন সালমান আগা।

জানা গেছে- স্কোয়াডে রয়েছে চমক। সুযোগ পেয়েছেন আবদুল সামাদ, খাজা নাফে ও উসমান তারিক। চোট কাটিয়ে শাদাবের ফেরাও স্বস্তি টিম ম্যানেজমেন্টের। এছাড়া আছেন ফখর জামান, আবরার আহমেদরা।

ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, উসমান খান আছেন বিশ্বকাপ দলে। তবে চূড়ান্ত দল ঘোষণা করা হবে শ্রীলঙ্কা সিরিজের পর।