আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর শুরুর আগেই শেষ হয়ে গেল মোস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালসের সাথে যাত্রা। বাঁহাতি এই পেসারকে হঠাৎ ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তার বদলি হিসেবে পাকিস্তানের হায়দার আলীকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস।
নিলামের আগেই সরাসরি চুক্তিতে লুক উডের পরিবর্তে মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় দলটি। ঠিক কী কারণে মোস্তাফিজকে বাদ দেয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। যদিও ধারণা করা হচ্ছে, একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মোস্তাফিজ না থাকলেও আইএল টি-টোয়েন্টির এবারের আসরে বাংলাদেশের দুই ক্রিকেটারকে দেখা যেতে পারে। নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে সাকিবকে দলে নিয়েছে এমআই এমিরেটস। অন্যদিকে তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
উল্লেখ্য, আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর আগামী ডিসেম্বর মাসে মাঠে গড়াবে। এবারের আসর সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে সৌদি আরবে অনুষ্ঠিত হবে। নতুন ভেন্যুতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে স্কোয়াড চূড়ান্ত করতে শুরু করেছে।