খুব ডাক ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল এবারের এনসিএল টি-টোয়েন্টি। বিসিবির ‘খাঁটি বাংলাদেশী’ এই আসর ঘিরে প্রচার-প্রচারণার কমতি ছিল না। তবে মাঠে গড়ানোর পরপরই বন্ধ হয়ে গেল টুর্নামেন্ট।
অনির্দিষ্টকালের জন্য জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিকূল আবহাওয়ার কারণে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্ট স্থগিতের কথা জানিয়েছে বিসিবি।
এবারের এনসিএল টি-টোয়েন্টি শুরু হয় গত পরশু (১৪ সেপ্টেম্বর)। তবে টুর্নামেন্টের শুরু থেকেই বৃষ্টির বাধায় বিপর্যস্ত হয়ে পড়ে আয়োজন। উদ্বোধনী দিনেই বাধ সাধে বৃষ্টি।
রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে হয় মাত্র ৫ ওভার। ৫ ওভারে হওয়া সেই ম্যাচে ঢাকা মেট্রোর কাছে হারে রাজশাহী। একই দিনে বগুড়ার ম্যাচটি হয় পরিত্যক্ত।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়। তবে তাতেও লাভ হয়নি। গতকালও রাজশাহীর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
এরপর মঙ্গলবারের দুই ম্যাচ বুধবারে নেয়া হয়েছিল। তবে এখন আর খেলা চালিয়ে যেতে চাচ্ছে না বিসিবি। আবহাওয়া এবং ড্রেনেজ সিস্টেমের কথা বিবেচনা করে আপাতত টুর্নামেন্টই স্থগিত করে দিয়েছে বোর্ড।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি–টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’
‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে নতুন সূচি ঘোষণা করবে।’