ভারত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে মনোবিদ নিয়োগ

রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এই হাইভোল্টেজ ম্যাচ।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান দল
পাকিস্তান দল |সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচের আগে চাপ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বাড়াতে ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়, তবে দুই দেশের সাম্প্রতিক যুদ্ধাবস্থা সেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে আরো কয়েকগুণ। যার প্রভাব বেশ ভালোই পড়েছে এশিয়া কাপে।

আগের ম্যাচে উত্তেজনা না থাকলেও ছিল বিতর্ক। সমালোচনা জড়িয়ে ছিল আষ্টেপৃষ্ঠে। খেলার আগে-পরে হাত না মেলানো নিয়ে আলোচনার কমতি ছিল না সপ্তাহ জুড়ে। সব সমাধান হলেও এখনো রয়েছে যার রেশ।

তবে বিতর্ক ছাপিয়ে সেই ম্যাচে পাকিস্তান পাত্তাই পায়নি ভারতের কাছে। ৭ উইকেটে হেরে যায় সূর্য কুমার যাদবদের কাছে। যেখানে হারের চেয়েও লজ্জার ছিল হারের ধরন, কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারা।

এমতাবস্থায় দলকে চাঙ্গা করতে ও একইসাথে বড় ম্যাচের আগে চাপ নিরসন করতে ক্রিকেটারদের জন্য মনোবিদ দিয়েছে পিসিবি। পাকিস্তান শিবিরে ডাকা হয়েছে ড. রাহিল করিমকে।

খেলাধুলোসহ বিভিন্ন ক্ষেত্রে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। অতীতে নানা সময়ে অনেক দলের সাথে কাজ করেছেন তিনি।

তিনি ক্রিকেটারদের মানসিক চাপ কাটাতে, ম্যাচ চলাকালীন স্থির থাকতে এবং পারফরম্যান্সে মনোযোগ ধরে রাখতে সহায়তা করবেন। চাপকে কিভাবে ইতিবাচক শক্তিতে রূপান্তর করা যায়, সেটিই হবে তার মূল লক্ষ্য।

পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়াতেই তার সেশনগুলো আয়োজন করা হচ্ছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এই হাইভোল্টেজ ম্যাচ।

অবশ্য বোর্ড সূত্রে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার থেকে তিনি দলে যোগ দিয়েছেন এবং টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত দলের সাথেই থাকবেন।