বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাট করছে বাংলাদেশ

সিরিজ জয়ের খরা কাটাতে এই ম্যাচে অবশ্য একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ। ৪ স্পিনার নিয়েই খেলছে টাইগাররা। একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।

নয়া দিগন্ত অনলাইন
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মেহেদী মিরাজ
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মেহেদী মিরাজ |ইন্টারনেট

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুরে দুপুর দেড়টায় খেলা শুরু হয়েছে। এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মেহেদী মিরাজ।

বড় জয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতেই খায় হোঁচট। নানা নাটকীয়তা শেষে সুপার ওভারে হেরে যায় টাইগাররা। ফলে তৃতীয় ম্যাচটি এখন রূপ নিয়েছে অলিখিত ফাইনালে!

ওয়ানডেতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। টানা চারটা সিরিজ হেরেছে টাইগাররা। অবস্থা এতোটাই ভয়াবহ যে সব মিলিয়ে শেষ ৮ দ্বিপাক্ষিক সিরিজের মাত্র ১টিতে জিতেছে বাংলাদেশ।

এমতাবস্থায় আজ বৃহস্পতিবার সিরিজ নিশ্চিত করার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। কাটাতে চায় সিরিজ জয়ের খরা। আর হেরে গেলে আরো ভারি হবে ব্যর্থতার পাল্লা!

সিরিজ জয়ের খরা কাটাতে এই ম্যাচে অবশ্য একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ। ৪ স্পিনার নিয়েই খেলছে টাইগাররা। একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানভির ইসলাম।