মাঠের ক্রিকেটে তেমন সাফল্য না থাকলেও মাঠের বাহিরে বরাবরই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট। কখনো ঘটনায়, কখনো রটনায় উত্তপ্ত হয়ে উঠে ক্রিকেটপাড়া। সাম্প্রতিক সময়ে যা বেড়েছে আরো।
তেমনি হঠাৎ আলোচনায় উঠে এসেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারের বিশ্বকাপ বয়কটের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বলা হয়, বাংলাদেশ দলের মতো নিরাপত্তা শঙ্কায় ভারতে আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন না সৈকত, বৈশ্বিক এই আসর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে তিনি।
তবে সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে সৈকত জানান, এমন খবর সত্য নয়। পুরোটাই গুঞ্জন। ভারতে যাচ্ছেন তিনি, পরিচালনা করবেন বিশ্বকাপ।
সৈকত বলেন, ‘এটা পুরোপুরি মিথ্যা। কোথাও এমন বলিনি।’
তিনি বলেন, ‘আমি লক্ষ্য করেছি, এখানে ওখানে বলা হচ্ছে যে আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছি। এটা একদমই সত্য নয়। আমি কয়েক দিনের ভেতরেই আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কাভার করতে যাচ্ছি।’
সৈকত আরো জানান, আম্পায়ার হিসেবে তার দায়িত্ব পালনের সিদ্ধান্তটি হয়েছে আরো তিন মাস আগে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফলে হুট করে এখান থেকে সরে যাওয়ার সুযোগ নেই।
তাছাড়া তিনি দায়িত্ব পালন করবেন আইসিসির আম্পায়ার হিসেবে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নয়। সৈকত বলেন, ‘একটা বিষয় সত্য আমার জাতীয় দল বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই, এটা তো অবশ্যই খারাপ লাগার। কিন্তু কঠিন সত্য হলো যে আমি আইসিসির আম্পায়ার। আমি তো বাংলাদেশ জাতীয় দল নই। ব্যক্তি হিসেবে আমাকে আইসিসির নিয়ম মেনে চলতে হয়। আমার বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাই আমি বিশ্বকাপ কাভার করতে ভারতে যাচ্ছি।’
তিনি উল্লেখ করেন, ‘অথচ দেখলাম সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা খবর। এসব সত্য নয়।’



