টি-২০ বিশ্বকাপের প্রচারে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড থাকলেও নেই পাকিস্তান, বিতর্ক

এমন পরিস্থিতিতে ছবি দিয়ে যে টিকিট ছাড়ার কথা ঘোষণা করেছে আইসিসি, তাতে পাকিস্তানের কাউকে না দেখে ক্ষোভে ফুঁসছেন ‘মেন ইন গ্রিন’র সমর্থকরা।

নয়া দিগন্ত অনলাইন
টি-২০ বিশ্বকাপের প্রচারে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্গার অধিনায়কদের ছবি থাকলেও নেই পাকিস্তানি অধিনায়কের ছবি
টি-২০ বিশ্বকাপের প্রচারে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্গার অধিনায়কদের ছবি থাকলেও নেই পাকিস্তানি অধিনায়কের ছবি |সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার আগে বৃহস্পতিবারই প্রথম পর্যায়ের টিকিট ছেড়েছে আইসিসি। সেই টিকিটে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের অধিনায়কদের ছবি। তবে সেখানে নেই পাকিস্তানের কোনো ক্রিকেটার, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বৃহস্পতিবার ক্রিকেটপ্রেমীদের রীতিমতো চমকে দিয়ে অত্যন্ত কম দামে টিকিটের দাম ঘোষণা করেছে আইসিসি। কার্যত নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এই নিয়ে একের পর এক পোস্ট করেছে আইসিসি।

সেখানে রয়েছেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম, অজি ক্যাপ্টেন মিচেল মার্শ, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক, কিন্তু নেই পাকিস্তানি অধিনায়ক সালমান আগার ছবি। যা নিয়ে প্রতিবাদে শামিল হয়েছে পিসিবিও।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, এই ধরনের পোস্টার প্রকাশ করা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। এখানে পাকিস্তান অধিনায়ক সালমান আগার ছবি নেই। আইসিসির কাছ থেকে এমন আচরণ কখনই কাঙ্ক্ষিত নয়। পিসিবি এর প্রতিবাদ জানাচ্ছে।

আগস্টে সম্প্রচারকারী চ্যানেল এশিয়া কাপের পোস্টার এবং ট্রেলার থেকে পাকিস্তানের নাম বাদ দিয়েছিল। পিসিবির জোরালো প্রতিবাদের পর পিছু হটতে বাধ্য হয়েছিল সম্প্রচারকারী সংস্থা।

আগামী ১৫ ফেব্রুয়ারি পাক-ভারত মহারণ। সেই ম্যাচের টিকিটের মূল্য মাত্র ১৫০০ শ্রীলঙ্কার মুদ্রা। যার দাম ভারতীয় মুদ্রায় মাত্র ৪৩৯ টাকা। এর মধ্যে বিশ্বকাপের ইতিহাসে কখনো এত কম দাম ধার্য করা হয়নি। এবার কেন এমন পদক্ষেপ?

আইসিসি সিইও সংযোগ গুপ্তের বক্তব্য, ‘সবাই যাতে টিকিট কেটে খেলা দেখতে পারে, আমরা সেটা নিশ্চিত করতে চেয়েছি। ক্রিকেটের এই উৎসবে আমরা যত বেশি সম্ভব মানুষকে শামিল করতে মুখিয়ে রয়েছি। আমরা চাই, দূর থেকে না দেখে সবাই যেন মাঠে আসার সুযোগ পান।’

এমন পরিস্থিতিতে ছবি দিয়ে যে টিকিট ছাড়ার কথা ঘোষণা করেছে আইসিসি, তাতে পাকিস্তানের কাউকে না দেখে ক্ষোভে ফুঁসছেন ‘মেন ইন গ্রিন’র সমর্থকরা। তবে দ্বিতীয় সারিতে রয়েছে পাকিস্তানের পতাকা।