ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। জাতীয় দলে যদিও খেলছে না, তবুও দম ফেলার ফুসরত নেই তার। একের পর এক ফ্রাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন তিনি। এবার নাম লেখালেন মাইনর লিগে।
টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে ইন্টারন্যাশনাল ওয়াইল্ড কার্ড হিসেবে সাকিবকে দলে টেনেছে আটলান্টা ফায়ার। সবকিছু ঠিক থাকলে সিপিএল শেষ করেই দলে যোগ দেবেন তিনি।
শুক্রবার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে আটলান্টা ফায়ার লিখেছে, ‘আমরা দারুণ আনন্দের সাথে ঘোষণা করছি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমরা দলে পেয়েছি আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে।’
‘ব্যাট আর বলে যিনি সত্যিকারের ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। সাকিবের অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি আমাদের দলে ভিন্ন মাত্রা যোগ করবে। আটলান্টায় তার জাদুকরি খেলা দেখার জন্য তৈরি থাকুন।’
উল্লেখ্য, মাইনর ক্রিকেট লিগে সাউদার্ন ডিভিশনের হয়ে খেলে থাকে সাকিবের দল আটলান্টা। আগামী ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অরলান্ডো গ্যালাক্সি। টুর্নামেন্টের ফাইনাল ৫ অক্টোবর।
মাইনর লিগে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে খেলার সুযোগ পেলেন সাকিব। এর আগে, ২০২২ সালে অলরাউন্ডার নাসির হোসেনকে দেখা গিয়েছিল এই টুর্নামেন্টে। নাসিরও খেলেছিলেন আটালান্টার হয়ে।