তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সিলেটে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লড়াই শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।
স্বস্তি নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথম টি-টোয়েন্টিতে বড় জয়ে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হবে সিরিজ।
প্রথম ম্যাচে টসে জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। আজও একই সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। সম্ভাবনা সত্যি করে একাদশে ফিরেছেন তানজিম সাকিব ও নাসুম আহমেদ। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, জাকের আলী, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম সাকিব।