আগের দুই ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করতে হয় টাইগারদের, দুটো ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে এসে আজ (শুক্রবার) টসে জিতে আগে ব্যাট করছে লিটন দাসরা।
একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ, বদল আসে উদ্বোধনী জুটিতেও। তানজিদ তামিমের সাথে ব্যাট করতে আসেন পারভেজ ইমন। তবে বড় হয়নি তাদের জুটি, ৩.১ ওভারে ২২ রানে ফেরেন ইমন (৯)।
তবে লিটন দাসকে নিয়ে দলকে টানতে থাকেন তামিম। দুজনের জুটিতে পাওয়ার প্লেতে আসে ৪০ রান। তবে এই যুগলবন্দীও বড় হয়নি, ২৬ বল থেকে আসে মাত্র ২২ রান। ৭.৩ ওভারে লিটন ফেরেন ৯ বলে ৬ রান করে।
এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেটে ৪৫। তামিম ২৭ বলে ২৯ রান নিয়ে মাঠে আছেন। সঙ্গী সাইফ হাসান। তার সংগ্রহ ৯ বলে ১০।
 


