গলে সেঞ্চুরি করে ইউনুস খানের রেকর্ড ভাঙলেন মুশফিক

যেখানে টাইগাররা প্রথম ইনিংসে ৪৯৫ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে মুশফিকুর রহিম সর্বোচ্চ ১৬৩ রান করেন।

নয়া দিগন্ত অনলাইন

শ্রীলঙ্কার বিপক্ষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরি করে পাকিস্তানি লিজেন্ড ইউনুস খানের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন মুশফিকুর রহিম।

নিজের ১২তম টেস্ট সেঞ্চুরির মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে উদ্বোধনী ব্যাটার ছাড়া সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করলেন তিনি।

মুশফিক বুধবার (১৮ জুন) যখন এই সেঞ্চুরি করেন, তখন তার বয়স ৩৮ বছর ৩৯ দিন।

এর আগে এই রেকর্ড ছিল ইউনুস খানের; তিনি ২০১৫ সালে ৩৭ বছর ২১৬ দিন বয়সে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন।

উল্লেখ্য, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলছে। যেখানে টাইগাররা প্রথম ইনিংসে ৪৯৫ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে মুশফিকুর রহিম সর্বোচ্চ ১৬৩ রান করেন।