সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তনের আভাস

প্রথম ম্যাচে যদিও সুবিধা করতে পারেননি জাকের আলি ও শামিম পাটোয়ারী। তবে শেষ ম্যাচে রানের দেখা পেয়েছেন তারা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। শেষ ম্যাচটা তাই কেবল আনুষ্ঠানিকতার। তবে শুধুই আনুষ্ঠানিকতার বলার সুযোগ নেই। বাংলাদেশ-আফগানিস্তান দ্বৈরথ যে পর্যায়ে পৌঁছেছে সাধারণ একটা ম্যাচও হয়ে ওঠে রোমাঞ্চকর।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শারজায় রাত সাড়ে ৮টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি থাকলেও কখনো ৩-০ তে ধবলধোলাই করা হয়নি। তবে এবার ঘুচতে পারে সেই অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে ইতিহাস গড়ার পথেই আছে বাংলাদেশ।

ইতিহাস গড়তে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে টাইগাররা। যদিও আছে একাদশে পরিবর্তনের আভাস। বিগত বেশ কিছুদিন ধরেই প্রতি ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশ খেলাচ্ছেন ফিল সিমন্স।

প্রথম দুই ম্যাচের জ্বরের কারণে খেলতে পারেননি তাওহীদ হৃদয়। তবে এই ম্যাচে ফেরানো হতে পারে তাকে। সিরিজে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন হৃদয়। তবে ফিরলে কার জায়গায় খেলবেন, তা বড় প্রশ্ন।

প্রথম ম্যাচে যদিও সুবিধা করতে পারেননি জাকের আলি ও শামিম পাটোয়ারী। তবে শেষ ম্যাচে রানের দেখা পেয়েছেন তারা। ২৪ রানে ৩ উইকেট হারালে জাকের ও শামীম মিলে ৫৬ রানে জুটিতে চাপমুক্ত করেন দলকে।

তবে ইনিংস বড় হয়নি। জাকের ২৫ বলে ৩২ ও শামিম ২২ বলে করেন ৩৩ রান। এছাড়া ফিনিশিংয়ে দুই ম্যাচেই দারুণ করেছেন নুরুল হাসান সোহান। এমতাবস্থায় কার বদলে খেলবেন হৃদয়, তা বলা কঠিন।

স্পিন আক্রমণে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। নাসুম আহমেদ ও রিশাদ হোসেন দুই ম্যাচেই ভালো বল করেছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও এনে দিয়েছেন তারা। ফলে শেখ মেহেদীর জায়গা পাওয়াটা কঠিন।

তবে পেস বোলিংয়ে পরিবর্তন আসবে নিশ্চিতভাবেই। বিশ্রাম ভেঙে একাদশে ফিরতে পারেন তানজিম সাকিব ও তাসকিন আহমেদকে। আগের ম্যাচের নায়ক শরিফুল ইসলামের সাথে জুটি বাঁধতে পারেন তারা।

বিশ্রাম দেয়া হতে পারে মোস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিনকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছন্দে ছিলেন না মোস্তাফিজ। ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। ওয়ানডে সিরিজ মাথায় রেখে শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হতে পারে।

সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।