হৃদয়-মিরাজের জুটিতে এগিয়ে চলছে বাংলাদেশ

আফগানিস্তান স্পিন আক্রমণের পশরা সাজিয়ে বসলেও দুজনেই দারুণভাবে দেখেশুনে খেলছেন, দুজনেই আছেন ফিফটির দ্বারপ্রান্তে।

নয়া দিগন্ত অনলাইন
তাওহিদ হৃদয়ের সাথে দারুণ খেলছেন অধিনায়ক মিরাজ
তাওহিদ হৃদয়ের সাথে দারুণ খেলছেন অধিনায়ক মিরাজ |পুরনো ছবি

তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। ইতোমধ্যে ২৫.১ ওভারে দলীয় শতক স্পর্শ করেছে লাল সবুজের দল। জমে উঠেছে তাদের জুটিও।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। আবুধাবিতে দেখেশুনেই শুরু করেছিলেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় সাইফ হাসানের। তবে অভিষিক্ত সাইফকে রেখে ফেরেন তানজিদ তামিম। ৩.২ ওভারে একবার ক্যাচ তুলে দিয়ে বেঁচে গেলেও ইনিংস বড় হয়নি, ৩.৪ ওভারেই থামতে হয় তাকে।

আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে তামিম ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে, ফিরেছেন ১০ বলে ১০ রান করে। এক ওভার পর এসে ফের উইকেট তুলে নেন ওমরজাই, এবার ফেরান নাজমুল হোসেন শান্তকে।

হাশমতুল্লাহ শাহিদিকে ক্যাচ অনুশীলন করিয়ে ৫ বলে ২ রান নিয়ে ফেরেন সাবেক এই অধিনায়ক। ৬ ওভারে ২৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। এরপর সাইফ ও তাওহীদ হৃদয় মিলে হাল ধরার চেষ্টা করেন।

তবে ভালো খেলতে খেলতে ফিরে যান সাইফ হাসানও। ওয়ানডে অভিষেকটা মনে রাখার মতো হয়নি এই ওপেনারের। নাঙ্গোলিয়া খারোতের শিকার হয়ে আউট হন ৩৭ বলে ২৬ রান নিয়ে।

সাইফ ফিরলে ১১.৫ ওভারে ৫৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপরই হাল ধরেন তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ। দুজনে গড়েছেন পঞ্চাশোর্ধ্ব রানের জুটি। তাতে রানের গতি কম হলেও কাটিয়ে উঠছে বিপর্যয়।

আফগানিস্তান স্পিন আক্রমণের পশরা সাজিয়ে বসলেও দুজনেই দারুণভাবে দেখেশুনে খেলছেন, দুজনেই আছেন ফিফটির দ্বারপ্রান্তে।

এই মুহূর্তে ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩১/৩। হৃদয় ৭০ বলে ৪৫ ও মেহেদী মিরাজ মাঠে আছেন ৬০ বলে ৪৪ রান নিয়ে।