ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার গতিবেগে বল! ওয়ানডের ইতিহাসে সর্বকালের দ্রুততম বোলিংটা কি করে ফেললেন মিচেল স্টার্ক? টিভির পর্দায় কিন্তু সেরকমই ছবি ফুটে উঠল। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কিন্তু সত্যিই কি ১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে বল করলেন অজি পেসার?
রোববার (১৯ অক্টোবর) পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে। ব্যাট করছেন বহুদিন পর কামব্যাক করা রোহিত শর্মা। স্টার্কের প্রথম বলটার পরই টিভিতে দেখা গেল, ওই বলের গতিবেগ ১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। মাইলের হিসেবে প্রতি ঘণ্টায় ১০৯ মাইল।
এটি দেখে অনেকেই সংশয় প্রকাশ করছেন, আদৌ কি এটা সম্ভব! তাহলে কি ভেঙে গেল পাকিস্তানের সুপারস্টার শোয়েব আখতারের রেকর্ড। যিনি ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঘণ্টায় ১৬১.৬ কিলোমিটার (অর্থাৎ ১০০.২৩ মাইল) বেগে বল করেছিলেন।
স্টার্কের ওই বলে রোহিত এক রান নেন। বলের গতি দেখেও মনে হয়নি সেটি ১৭৬ কিলোমিটার গতিতে ছোড়া হয়েছে। তবে পরে জানা গেছে- এটি ছিল যান্ত্রিক ত্রুটি। মেশিনের ভুলে বলটির গতি এত বেশি দেখা গেছে।
ওয়ানডের ইতিহাসে দ্রুততম বল করার তালিকায় শোয়েব আখতারের পরই চারজন অজি পেসারের নাম। স্টার্কও আছেন সেই তালিকায়। ২০১৫ সালে তিনি ১৬০.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করেছিলেন।



