সিরিজ বাঁচানোর মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে টাইগাররা। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের সাথে পেরে ওঠেনি বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটা ডু অর ডাই। জিতলে বেঁচে থাকবে সিরিজ জয়ের সম্ভাবনা, হারলে হাতছাড়া হবে টানা ৫ সিরিজ জয়ের রেকর্ড।
এদিকে এই ম্যাচে নামার আগে বাংলাদেশের বড় মাথাব্যথার কারণ প্রথম ম্যাচে হারের ধরন। বল হাতে খানিকটা লড়াই করলেও, ব্যাট হাতে একেবারেই নিস্প্রভ ছিলেন সাইফ-লিটনরা। এমতাবস্থায় একাদশে আসতে পারে পরিবর্তন।
একাদশে ফিরতে পারেন পারভেজ ইমন। টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে রেখেই গত ম্যাচে একাদশ সাজিয়েছিল টাইগাররা। তবে টপ অর্ডারে ভালো করতে পারেনি বাংলাদেশ।
পাশাপাশি গত ম্যাচে শামিম পাটোয়ারীর ব্যাটিংয়ের ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। অধিনায়ক নিজেই প্রকাশ্যে প্রশ্ন তুলেন তার কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং নিয়ে। এমতাবস্থায় তাকে রেখেই আজ সাজানো হতে পারে একাদশ।
বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।



