নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আম্পায়ারিং করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মোস্তাফিজ ইস্যু টেনে এনে তার প্রতিও ক্ষোভ ঝাড়ছেন ভারতীয় নাগরিকদের একাংশ।
রোববারের (১১ জানুয়ারি) ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সৈকত। এতেই বেজায় চটেছেন প্রতিবেশী দেশটির ‘উগ্র সমর্থকরা’।
তাদের ক্ষোভের জায়গা হলো- যেখানে বাংলাদেশী ক্রিকেটারকে (মোস্তাফিজুর রহমান) ভারতে খেলার অনুমতি দেয়া হচ্ছে না, সেখানে পড়শি দেশের আম্পায়ারকে কেন ম্যাচ পরিচালনার অনুমতি দেয়া হলো?
সামাজিক যোগাযোগমাধ্যমে সৈকতকে তারা ‘বিতর্কিত’ আম্পায়ার আখ্যা দিয়েছেন এবং লিখেছেন- এর আগে অস্ট্রেলিয়ার সাথে একটি ম্যাচে ভারতের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছিলেন এই বাংলাদেশী আম্পায়ার, তাহলে এবারো কেন তাকেই ভারতের ম্যাচে রাখা হলো?
ভারতীয় নেটিজেনদের প্রশ্ন- ‘এখন কেন বয়কট আন্দোলন চলছে না? যেখানে বাংলাদেশী ক্রিকেটারদের ভারত থেকে টাকা উপার্জনের পথ বন্ধ করা হচ্ছে, তাহলে একই যুক্তিতে আম্পায়ারকে কেন আটকানো হবে না?’
তবে ভারতীয় আরেকটি সংবাদমাধ্যম মোস্তাফিজ ইস্যু এড়িয়ে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি সামনে এনে বলেছে, পড়শি দেশ নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদের দলকে ভারতে পাঠাচ্ছে না, অথচ তাদের দেশের আম্পায়ার নির্বিঘ্নে ভারতের মাটিতে আম্পায়ারিং করছেন। নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি বাংলাদেশের আম্পায়ারকে।
ওই সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা যে সঠিক নয়, তা প্রমাণ হয়ে গেল রোববার। কারণ, সৈকতের কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি।
তাদের বক্তব্য, সুযোগ থাকলে বাংলাদেশ তাদের আম্পায়ারও ভারতে পাঠাত না, কিন্তু এটা যেহেতু আইসিসির সিদ্ধান্ত, আর সৈকত এলিট প্যানেলের আম্পায়ার- এজন্য তিনি ‘বাধ্য’ হয়ে ভারতে এসেছেন।
আর বাংলাদেশী সমর্থকরা ভারতের এমন সুযোগ সন্ধানী ও দুমুখো অবস্থান দেখে অবাক হচ্ছেন!



