ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে সিরাজ, জায়গা ধরে রেখেছেন রুট

ব্রুক একধাপ এগিয়ে আসায় তিনে নেমে গেছেন কিউই ব্যাটার কেইন উইলিয়ামসন। অন্যদিকে যশস্বী জয়সওয়াল এগিয়েছেন তিন ধাপ। বর্তমানে তার র‌্যাঙ্কিং ৫ নম্বরে।

নয়া দিগন্ত অনলাইন
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছেন সিরাজ
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছেন সিরাজ

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। সদ্যই হারের মুখ থেকে ভারতকে উদ্ধার করে জিতিয়েছেন ওভাল টেস্ট, নিজেও জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

এবার আইসিসি থেকেও সুখবর পেলেন সিরাজ। র‍্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ, উঠে এসেছেন ক্যারিয়ারের সেরা অবস্থানে। ১২ ধাপ এগিয়ে মোহাম্মদ সিরাজ এখন ১৫ নম্বরে।

ওভালে আন্ডারসন-টেন্ডুলকার পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে বল হাতে দারুণ ভূমিকা রাখেন সিরাজ। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন মোট ৯ উইকেট। যা ভারতকে এনে দেয় ৬ রানের জয়।

সব মিলিয়ে গোটা সিরিজের সবগুলো ম্যাচ খেলে নেন ২৩ উইকেট। যা ভারত ও ইংল্যান্ড দুই দলের হয়েই সর্বোচ্চ। এমন পারফরম্যান্সের পর সিরাজকে নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে তুমুল আলোচনা।

এদিকে ওভাল টেস্টের দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণ। এমন পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন প্রসিধ। টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ৫৯তম। যা তারও ক্যারিয়ারসেরা।।

টেন্ডুলকার-অ্যান্ডারসন টেস্ট সিরিজের শেষ ম্যাচ হারলেও বল হাতে দারুণ করেছেন দুই ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাং। দুজনেই নেন সমান ৮টি করে উইকেট।

তাতে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকেছেন অ্যাটকিনসন। যৌথভাবে তিনি আছেন দশম স্থানে। অন্যদিকে জশ টাং এগিয়েছেন ১৪ ধাপ, র‌্যাঙ্কিংয়ে ৪৬ তম স্থানে উঠে এসেছেন তিনি।

অন্যদিকটা জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দারুণ পারফর্ম করেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। প্রথম টেস্টে ৯ ‍উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ের চারে উঠেছেন তিনি। তার রেটিং এখন ৮১৭। যা তার ক্যারিয়ারসেরা।

ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। ওভালেও দারুণ এক সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটার। একই টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তিনি উঠে এসেছেন দুই নম্বরে।

ব্রুক একধাপ এগিয়ে আসায় তিনে নেমে গেছেন কিউই ব্যাটার কেইন উইলিয়ামসন। অন্যদিকে যশস্বী জয়সওয়াল এগিয়েছেন তিন ধাপ। বর্তমানে তার র‌্যাঙ্কিং ৫ নম্বরে।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ড সফরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স করেছেন এই অলরাউন্ডার। ৫১৬ রানের সাথে আছে ৭ উইকেট।