মুশফিকের সামনে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হবার হাতছানি

অবশ্য বিপিএলের গত আসর তেমন ভালো যায়নি মুশফিকের। ১৪ ইনিংসে তিনি করেছিলেন ১৮৪ রান। ফলে ৩৮৯ রান করাটা তার জন্য মোটেও সহজ হবে না।

নয়া দিগন্ত অনলাইন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম |পুরনো ছবি

ক্রিকেট থেকে এখন অনেকটাই দূরে তামিম ইকবাল। গুঞ্জন থাকলেও আসন্ন বিপিএলেও থাকছেন না তিনি, নিয়েছেন অব্যাহতি। যা মুশফিকুর রহিমের সামনে খুলে দিয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দুয়ার।

সিলেটে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১২তম মৌসুম। যেখানে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন মুশফিক। বিপিএলের নিলামে শুরুতে দল না পেলেও, দ্বিতীয় ধাপে অভিজ্ঞ ব্যাটারকে কিনে নিয়েছে রাজশাহী।

এবারের বিপিএলে দারুণ এক রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে। ব্যাট হাতে বিপিএলের সর্বকালের সেরা রান সংগ্রাহক হবার সুযোগ তার সামনে। তামিম ইকবালকে ছাপিয়ে যেতে তার প্রয়োজন ৩৮৯ রান।

বিপিএলের প্রথম ১১ আসর খেলে ১১৮ ম্যাচে ৩২ ফিফটি ও ২ সেঞ্চুরিতে ৩ হাজার ৮৩৫ রান করেন তামিম ইকবাল। অন্য দিকে ১৪০ ম্যাচে ২১ ফিফটিতে মুশফিকের সংগ্রহ ৩ হাজার ৪৪৬ রান।

বিপিএলে তামিম ও মুশফিক ছাড়া আর কোনো ব্যাটারের ৩ হাজার রান নেই। নিকট ভবিষ্যতে মুশফিক ছাড়া তাই আর কারো পক্ষে তামিমের রেকর্ড ভাঙাও সম্ভব নয়।

পরের দুই স্থানে আছেন এনামুল হক বিজয় (২৭৭৬) ও মাহমুদউল্লাহ রিয়াদ (২৭২৬)। তবে বিজয় এবারের বিপিএলে নেই ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হয়ে। মাহমুদউল্লাহ রিয়াদ থাকলেও, বয়স হয়ে গেছে ৩৯।

অবশ্য বিপিএলের গত আসর তেমন ভালো যায়নি মুশফিকের। ১৪ ইনিংসে তিনি করেছিলেন ১৮৪ রান। ফলে ৩৮৯ রান করাটা তার জন্য মোটেও সহজ হবে না।