এশিয়া কাপের ঘটনায় নিষিদ্ধ হারিস রউফ

নিষেধাজ্ঞার ফলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারবেন না রউফ। ২৪ মাসের মাঝে চার ডিমেরিট পয়েন্ট জমা হওয়ায় নিষেধাজ্ঞা তার ওপর কার্যকর হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
এশিয়া কাপের সুপার ফোরে ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা করেন হারিস রউফ
এশিয়া কাপের সুপার ফোরে ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা করেন হারিস রউফ |ইন্টারনেট

এশিয়া কাপ শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে, তবে এখনো শেষ হয়নি তার রেশ। চ্যাম্পিয়ন দল ভারত শিরোপা বুঝে না পাওয়ার খবর পুরনো, নতুন খবর হলো এশিয়া কাপের নানা ঘটনায় এবার শাস্তি দিয়েছে আইসিসি।

এশিয়া কাপে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গের কারণে এই শাস্তি দেয়া হয়েছে। সাথে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারবেন না রউফ। ২৪ মাসের মাঝে চার ডিমেরিট পয়েন্ট জমা হওয়ায় নিষেধাজ্ঞা তার ওপর কার্যকর হয়েছে।

আইসিসি জানিয়েছে, হারিস রউফ গত ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা করেন এবং সামরিক বাহিনীকে কটাক্ষ করে বিমান ভূপাতিত করার মতো অঙ্গভঙ্গি দেখান। রউফ অভিযোগ অস্বীকার করলেও, পার পাননি।

শাস্তি পেয়েছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহাও। ভারতের বিপক্ষে ফিফটি পূর্ণ করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করেন তিনি। ফলে, তাকে সতর্ক করে দেয়া হয় ও এক ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

এছাড়া ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করায় তার বিরুদ্ধে অভিযোগ করেছিল পিসিবি।

সেই অভিযোগের ফলে সূর্যকুমার দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকেও। আর ফাইনালে বাজে অঙ্গভঙ্গির কারণে ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহও এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।