২০২৬ সালে ‘উইমেন্স ওয়ার্ল্ড টি-২০ চ্যালেঞ্জ’ নামে একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করবে সৌদি আরব।
বেসরকারী প্রতিষ্ঠান ফেয়ার ব্রেক ও সৌদি আরব যৌথভাবে আয়োজন করবে এ টুর্নামেন্ট। এর আগে দুবাই ও হংকংয়ে ’ফেয়ার ব্রেক গ্লোবাল ইনভাইটেশন-টি-২০’ নামে টুর্নামেন্ট আয়োজন করে ফেয়ার ব্রেক।
এবার সৌদি আরব নিজেদের মাটিতে প্রথমবারের মতো পেশাদার নারী টি-২০ ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে।
টুর্নামেন্টের মোট পাঁচটি আসর আয়োজন করতে চায় দেশটি। ৩৫টি দেশ অংশগ্রহণ করবে এ আয়োজনে। মূলত ক্রীড়া ও নারীদের ক্রিকেটকে এগিয়ে নিতে সৌদির ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এ আয়োজন।
সম্প্রতি বছরগুরোতে ক্রীড়াখাতে ব্যাপক বিনিয়োগ বাড়াচ্ছে আরব দেশটি। ২০২৪ সালের আইপিএল নিলাম অনুষ্ঠিত হয়েছিল জেদ্দায়। আইপিএলে সৌদি প্রতিষ্ঠানের বড় অঙ্কের স্পন্সরও রয়েছে। এছাড়া দেশটি আসছে মেয়েদের ক্রিকেট লিগও। নামিদামী কিছু লিগের ম্যাচ আয়োজন করতে চায় দেশটি। প্রায় প্রতিটি ফাঞ্চাইজি লিগে একজন করে সৌদি ক্রিকেটারও রাখতে চাচ্ছে রিয়াদ।



