স্থায়ী কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করল বিসিবি

স্থায়ী কমিটি ঘোষণা করতে বিলম্ব করেননি বুলবুল। তার চাওয়া, প্রথম দিন থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হোক।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড |সংগৃহীত

বোর্ডের সকল কার্যক্রম সামনে এগিয়ে নেয়ার জন্য আজ স্থায়ী কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার নির্বাচনের মাধ্যমে আগামী চার বছরের জন্য ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ পেয়েছে বিসিবি। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো বিসিবির সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।

স্থায়ী কমিটি ঘোষণা করতে বিলম্ব করেননি বুলবুল। তার চাওয়া, প্রথম দিন থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হোক।

নিজেই দু’টি কমিটি নিয়েছেন বুলবুল। সেগুলো হলো— ওয়ার্কিং ও গ্রাউন্ডস কমিটি। পুনরায় ক্রিকেট অপারেশন্স কমিটি পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। পাশাপাশি অর্থ কমিটিও পেয়েছেন তিনি।

প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় নারী উইংয়ের চেয়ারম্যান হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। হাই পারফরমেন্স ইউনিটের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি সভাপতি বুলবুলকে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু।

বিসিবির স্থায়ী কমিটির তালিকা :

গ্রাউন্ডস কমিটি ও ওয়ার্কিং কমিটি- আমিনুল ইসলাম বুলবুল

ক্রিকেট অপারেশন্স কমিটি ও অর্থ কমিটি- নাজমুল আবেদীন ফাহিম

টুর্নামেন্ট কমিটি- আহসান ইকবাল চৌধুরী

বয়সভিত্তিক ক্রিকেট- আসিফ আকবর

নারী ক্রিকেট কমিটি- আব্দুর রাজ্জাক

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট কমিটি- জুলফিকার আলী খান

অডিট কমিটি- মুখলেসুর রহমান খান

বাংলাদেশ টাইগার্স কমিটি- রাহাত শামস

মার্কেটিং কমিটি- শাখাওয়াত হোসেন

গেম ডেভেলপমেন্ট কমিটি- ইশতিয়াক সাদেক

সিসিডিএম (ঢাকা মেট্রোপলিসের ক্রিকেট কমিটি)- আদনান রহমান দীপন

ডিসিপ্লিনারি কমিটি- ফায়াজুর রহমান

টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি- আবুল বাশার

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটি- আমজাদ হোসেন

ফ্যাসিলিটিজ কমিটি- শাহনিয়ান তানীম

ওয়েলফেয়ার কমিটি- মুখসেদুল কামাল

মেডিক্যাল কমিটি- মঞ্জুর আলম

লজিস্টিকস কমিটি- মেহরাব আলম চৌধুরী

আম্পায়ার কমিটি- ইফতেখার রহমান মিঠু

হাই পারফরমেন্স কমিটি- খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

চেয়ারম্যান- আমিনুল ইসলাম বুলবুল

সদস্য সচিব- ইফতেখার রহমান মিঠু

সূত্র : বাসস