ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। টসজয়ী ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
সন্ধ্যায় ৬টায় মাঠে নেমেছে দুই দল। আজকের ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে; নুরুল হাসান সোহানের বদলে একাদশে জায়গা পেয়েছেন জাকের আলি।
প্রথম ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে আজ যে কোনো মূল্যে জয় চায় টাইগাররা।
পক্ষান্তরে আজকের ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তৌহিদ হৃদয়, শামীম হোসাইন, জাকের আলি, রিশাদ হোসাইন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্রান্ডন কিং, খ্যারি পিয়ের, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড।



