পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
এরই মধ্যে দুই দল একটি করে ম্যাচে জয় লাভ করেছে। এর মাধ্যমে বর্তমানে সিরিজটি ১-১ এ সমতায় রয়েছে।
এজন্য আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। আজ যারা জয় লাভ করবে, তারাই হবে সিরিজজয়ী।
গত ৩১ বছরে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০টি ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ জিতেছে।
আর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ জিতেছে ১৯৯১-৯২ সালে।