পাকিস্তান সফরে সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। স্বাগতিকদের সাথে একেবারেই পেরে উঠছে না লঙ্কান সিংহরা। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছে তারা।
সাহিবজাদা ফারহানের ছক্কার রেকর্ডের দিনে লঙ্কানদের রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডিতে শনিবার সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৮ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। বিপরীতে সাহিবজাদা ফারহানের ৪ ছক্কা ও ৫ ছয়ে ৪২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংসে ২৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সালমান আগারা।
৪ ছক্কায় দলকে জেতানোর পথে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এক বছরে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা হাঁকানোর দারুণ এক রেকর্ড গড়েন সাহিবজাদা ফারহান। তার ছক্কার সংখ্যা এখন ১০২।
উদ্বোধনী জুটিতে সাইম আইয়ুবকে নিয়ে ৪৭ রান যোগ করেন ফারহান। ১৮ বলে ২০ রান করে আউট হন সাইম। এরপর বাবর আজমকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন ফারহান। ২২ বলে ১৬ করে আউট হন বাবর।
পরের বলেই ফেরেন পাকিস্তান অধিনায়ক সালমান আগাও (০)। তবে উসমান খানকে নিয়ে জয় নিশ্চিত করেন ফারহান। ৩৩ বলেই ফিফটি করে ফারহান অপরাজিত থাকেন ৪৫ বলে ৮০ রান করে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৩১ রানে। ১২ বলে ২২ করে আউট হন কামিল মিশারা। স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই তিনে নামা কুশল মেন্ডিস রান আউট হন।
এরপর কুশল পেরেরাকে নিয়ে ২২ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা। তবে এই জুটি ভাঙতেই হঠাৎ ধসে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন আপ। ৮৬ রানেই ছয় উইকেট হারায় শ্রীলঙ্কা।
দলের রান কিছুটা ভদ্রস্থ করতে ৩৮ বলে ৪১ করেন জানিথ লিয়াঙ্গে। চার ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ।



