গতরাতে মুম্বাইয়ে অবিশ্বাস্য কিছুই গড়েছেন জেমাইমাহ রদ্রিগেজ। অবিস্মরণীয় এক ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলেছেন তিনি। সেমিফাইনালে খেলেন ১২৭ রানের অপরাজিত এক ইনিংস।
তার অনবদ্য এই ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার ৩৩৯ রানের লক্ষ্য ভারত টপকে যায় ৯ বল হাতে রেখে। যা নারী ক্রিকেটে রেকর্ড। এতো রান তাড়া করে আগে কখনো কোনো দল জয় পায়নি।
ফলে জেমাইমাহকে নিয়ে আলোচনার অন্ত নেই ক্রিকেট পাড়ায়। আলোচনা করেছেন বাংলাদেশী পেসার মারুফা আক্তারও। জেমাইমার প্রশংসা করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তিনি।
তিনি লেখেন, ‘জেমি দিদি, তুমি আমাদের এক দুর্দান্ত খেলা উপহার দিয়েছ! সত্যি বলতে, এটা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। তবে আমি সবসময় তোমার জন্য দোয়া করব।’
মারুফা আরো লেখেন, ‘আশা করি তুমি তোমার দলকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং আরো বড় সাফল্য অর্জন করবে। ফাইনাল ম্যাচে আমার শুভকামনা ও প্রার্থনা রইল।’
মারুফার প্রশংসার জবাবও দিয়েছেন জেমাইমাহ। যেখানে তিনি তুলে ধরেছেন মারুফার জীবন সংগ্রামের কথা। সেই সাথে মারুফাকে সারা বিশ্বের মেয়েদের অনুপ্রেরণা হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি।
ভারতীয় এই ব্যাটার বলেন, ‘ধন্যবাদ মারুফা! তুমিও নিজে এক বিশাল অনুপ্রেরণা! তুমি যা করেছ, তা বাংলাদেশের অসংখ্য মেয়ে এবং সারা বিশ্বের মেয়েদের অনুপ্রাণিত করেছে।’
এদিকে কেবল মারুফা নন, জেমাইমাহ বন্দনায় মুখর গোটা ক্রিকেট পাড়া। অবশ্য এমনটাই হবার কথা, এই ভারত বিশ্বকাপে এর আগে যেখানে ২০০ রানও তাড়া করেও জেতেনি, সেখানে এই জয় তো এসেছে জেমাইমাহর কল্যাণেই।
বিরাট কোহলি এই প্রসঙ্গে তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কী দারুণ জয়! মেয়েদের অসাধারণ রান তাড়া। বড় ম্যাচে জেমাইমাহর দুর্দান্ত পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। এটি ছিল ধৈর্য, বিশ্বাস ও আবেগের এক প্রকৃত উদাহরণ।’
জাতীয় দলের অধিনায়ক শুবমান গিল এক্স হ্যান্ডলে লেখেন, ‘ভারত নারী দলের কাছ থেকে অদম্য মনোবল আর দারুণ প্রচেষ্টা দেখা গেল। কী অসাধারণ জয়! এটি এমন এক ইনিংস, যা মনে রাখার মতো। ’
 


