চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসরের নিলাম। দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নিবন্ধন করেছিলেন ৭৮২ জন ক্রিকেটার। তবে নিলামে তোলা হচ্ছে ৫৪১ ক্রিকেটারকে।
নিলামে আসা ক্রিকেটারদের মাঝে বাংলাদেশের আছেন ১৪ ক্রিকেটার। যেখান থেকে দু’জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন আয়োজকরা। তারা হলেন- সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
শুরুতে বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম দিয়েছিলেন এসএ টোয়েন্টির নিলামে। তবে চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ৯ ক্রিকেটার। তবে কারা বাদ পড়েছেন, তার তালিকা পাওয়া যায়নি।
এদিকে ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসন রয়েছেন নিলামে থাকা ক্রিকেটারদের মাঝে। এর বাইরে আরো ৯৬ জন ইংলিশ ক্রিকেটার যাচ্ছেন নিলামের টেবিলে।
মোট ২৪১ জন বিদেশী ক্রিকেটারের নাম এসেছে নিলামের তালিকায়। অথচ সর্বোচ্চ ২৫ জন জায়গা পেতে পারেন বিভিন্ন দিলে। অন্যদিকে ৩০০ প্রোটিয়া ক্রিকেটার লড়বেন ৫৯টি জায়গার জন্য।
এসএ টোয়েন্টির নিলামে থাকা ১৪ বাংলাদেশীর তালিকা-
মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, লিটন দাস ও সাকিব আল হাসান।