ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার

ভারতে বিশ্বকাপ খেলতে এসে ইন্দোরে শ্লীলতাহানির শিকার হন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার; মোটরসাইকেল-আরোহী আকিল হোসেনকে সিসিটিভি দেখে গ্রেফতার করেছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল |সংগৃহীত

ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল-আরোহী তাদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’।

গত বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। পরদিন সকালে ক্যাফেতে যাওয়ার পথে দলের দুই ক্রিকেটার এই বিব্রতকর অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন।

বিষয়টি দলের নিরাপত্তাকর্মীরা স্থানীয় পুলিশকে জানালে তদন্ত শুরু হয়৷ এরপর ইন্দোর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আকিল হোসেন নামক অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করে।

এই প্রসঙ্গে ইন্দোর অপরাধ শাখার অতিরিক্ত জেলা পুলিশ কমিশনার রাজেশ বলেন, তারা অভিযান চালিয়ে আকিল নামে একজনকে গ্রেফতার করেছেন। ওই ব্যক্তি খাজরানার বাসিন্দা, কিন্তু এখন আজাদ নগরে থাকেন। আগেও তার বিরুদ্ধে এক অপরাধের তথ্য আছে।

ঘটনাটি ঘটেছে র‍্যাডিসন ব্লু হোটেলে অবস্থানরত অস্ট্রেলিয়া দলের দুই সদস্যের সাথে। যদিও ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। জানা যায়, বেলা ১১টার দিকে দুই ক্রিকেটার ক্যাফেতে যান।

ফেরার পথে তারা লক্ষ্য করেন যে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নিচ্ছে এবং পরে একজনের দিকে সে হাত বাড়ায়। তাৎক্ষণিকভাবে তারা প্রতিরোধ গড়ে তুললে লোকটি পালিয়ে যায়।

এরপর একজন খেলোয়াড় বেলা ১১টা ৮ মিনিটে দলের নিরাপত্তা ব্যবস্থাপক সিমন্সকে লাইভ লোকেশন পাঠিয়ে বিস্তারিত জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খেলোয়াড়দের নিরাপদে হোটেলে ফিরিয়ে আনেন।

এরপর পুলিশ রাত ১০টা ২৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে, ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায়- যেখানে নারীর মর্যাদা নষ্টের উদ্দেশে হামলা ও অনুসরণের অভিযোগে মামলা হয়।

এদিকে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, খেলোয়াড়রা কিভাবে নিরাপত্তা-বেষ্টনী পেরিয়ে বাইরে গিয়েছিলেন, তাও খতিয়ে দেখা হবে।

প্রধান প্রশাসনিক কর্মকর্তা রোহিত পান্ডিত বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। দলের নিরাপত্তা কর্মকর্তারা, স্থানীয় পুলিশ ও বিসিসিআইয়ের নিরাপত্তাকর্মীরা দায়িত্বে ছিলেন। কিন্তু তারপরও কিভাবে খেলোয়াড়রা নিরাপত্তায় থাকা দলকে না জানিয়ে বাইরে গিয়েছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।’